নিউজ পোল ব্যুরো: কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) সম্প্রসারণ কাজ দ্রুতগতিতে এগোচ্ছে, যা কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণী এমস পর্যন্ত যাত্রাকে আরও দ্রুত এবং আরামদায়ক করবে। এই প্রকল্পের (Project)পূর্ণতা হলে, কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)থেকে কল্যাণী এমস পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট সময় লাগবে, যা বর্তমানে দুই ঘণ্টা সময় নেয়। এই পরিবর্তন নিত্যযাত্রী এবং পণ্য পরিবহণে বিশাল সুবিধা নিয়ে আসবে। তবে প্রকল্পের নির্মাণ কাজের ফলে কিছু পরিবেশগত এবং নিকাশি সম্পর্কিত সমস্যা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ব্যারাকপুর (Barrackpore)শিল্পাঞ্চলে বর্ষাকালে জমে থাকা জল। কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের ফলে রাস্তার দু’পাশের এলাকায় বৃষ্টির জল জমার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বিশেষভাবে পানিহাটি, ভাটপাড়া, ব্যারাকপুরের ওয়ারলেস মোড়, নৈহাটির রাজেন্দ্রপুর জংশন, মুড়াগাছা জংশন এবং ঘোলা বাজারের মতো এলাকায় বর্ষার সময় জল জমার সমস্যা (Waterlogging problem) আরও তীব্র হতে পারে।
আরও পড়ুন:Swasthya Sathi: স্বাস্থ্যসাথী প্রকল্পে উপকৃত লক্ষাধিক, খরচ প্রায় ৭৫০০ কোটি
এই সমস্যার সমাধানে গত বৃহস্পতিবার বিধানসভায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক (Meeting) অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), পূর্তমন্ত্রী পুলক রায়(Pulak Roy), দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), খাদ্যমন্ত্রী রথীন ঘোষ(Rathin Ghosh), ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক(Partha Bhowmik) এবং স্থানীয় বিধায়করা। বৈঠকে মূলত নিকাশি পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় এবং এই সমস্যার স্থায়ী সমাধানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ত দফতর (Public Works Department)জানিয়েছে, রাস্তার পাশের জলাশয়গুলির ধারণক্ষমতা বৃদ্ধি করার জন্য ড্রেজিংয়ের কাজ করা হবে। পাশাপাশি, সংলগ্ন পুরসভাগুলিকে উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার সময় জমে থাকা জল নিষ্কাশনের জন্য মোটর পাম্প বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
আরও পড়ুন:Golden Temple: হোলি উৎসবের মাঝে স্বর্ণমন্দিরে আক্রমণ, আহত ৫
কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) সম্প্রসারণ কাজ কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে, নিমতা থেকে মুড়াগাছা পর্যন্ত ৪.৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। দ্বিতীয় ধাপে, মুড়াগাছা থেকে কাঁপা পর্যন্ত ৩০.৪৯ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। পুরো প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, তবে ঈশ্বর গুপ্ত সেতুর নির্মাণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পটি সম্পন্ন হলে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার মধ্যে সংযোগ আরও সহজ এবং দ্রুত হবে। কল্যাণী এমসের মতো গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত পৌঁছানোর সুবিধাও মিলবে। তবে, কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) রক্ষণাবেক্ষণ এবং পরিষেবা দেয়ার দায়িত্ব রাজ্য সরকারের ওপর রয়েছে, তাই প্রকল্পটি সম্পন্ন হওয়ার আগেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের জনজীবন যাতে বিপর্যস্ত না হয়, সেই জন্য সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে চায়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/