TMC MLA: শ্রীরামপুরে অনলাইন জালিয়াতি!

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শ্রীরামপুর (Serampore) শহরে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, এলাকার বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের (Dr. Sudipta Roy) নামে ভুয়ো ফেসবুক (Fake Facebook Account) অ্যাকাউন্ট (TMC MLA)তৈরি করে অনলাইনে প্রতারণা চালানো হচ্ছে। এই ঘটনায় শুধু শ্রীরামপুর নয়, গোটা হুগলি (Hooghly) জেলাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তৃণমূল (TMC) সূত্রের খবর, বেশ কিছুদিন আগেই অজানা ব্যক্তি বা গোষ্ঠী বিধায়কের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে। এরপর সেই অ্যাকাউন্ট থেকে বিধায়কের অনুগামী ও পরিচিতদের কাছে ব্যক্তিগত বার্তা (Message) পাঠানো হয় এবং বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হয়। জানা গেছে, প্রতারকরা নিজেদের বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে কখনও জরুরি প্রয়োজনে সাহায্যের আবেদন করছে, তো কখনও কোনও পণ্য বিক্রির নামে টাকা দাবি করছে।

আরও পড়ুন:- Water Conservation: জল সংরক্ষণে পশ্চিমবঙ্গের মডেল, প্রশংসায় সোনম ওয়াংচুক

বিষয়টি জানাজানি হতেই বিধায়ক সুদীপ্ত রায় বেশ চিন্তিত হয়ে পড়েন। কয়েকদিন আগেই তিনি শ্রীরামপুর থানায় (Serampore Police Station) অভিযোগ দায়ের করেন। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি লালবাজার (Lalbazar) পুলিশের কাছেও বিষয়টি জানিয়েছেন বলে খবর। এই ঘটনায় (TMC MLA)তৃণমূল শিবিরেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দলে-দলে কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই রিষড়ার (Rishra) এক ব্যক্তি প্রতারকদের ফাঁদে পড়ে ৯ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন। এর পর থেকেই আরও বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

ঘটনা(TMC MLA) নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী শুভময় দাস (Shubhamay Das)। তিনি বলেন, “আমরা বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যে, একটি ফেসবুক অ্যাকাউন্ট বিধায়কের নাম ও ছবি ব্যবহার করছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমি শ্রীরামপুর থানায় অভিযোগ জানিয়েছি। এই অ্যাকাউন্ট থেকে ফোন করে পরিচিতদের বিভ্রান্ত করা হচ্ছে। বিভিন্নভাবে টাকা চাওয়া হচ্ছে। কেউ যেন এই প্রতারণার ফাঁদে না পড়েন, সে বিষয়ে আমরা সবাইকে সচেতন করছি।” এদিকে, বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অনলাইনে (Online Scam) কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হতে হবে যে, সেটি আসল অ্যাকাউন্ট কিনা। অপরিচিত লিঙ্কে (Link) ক্লিক করা বা সন্দেহজনক মেসেজে সাড়া দেওয়া থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।