নিউজ পোল ব্যুরো: নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলনে ‘ভুতুড়ে ভোটার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তারপর থেকেই রাজ্যের কোণায় কোণায় ভুতুড়ে বা ভুয়ো ভোটার খুঁজতে আদাজল খেয়ে লেগেছে তৃণমূল। সূত্রের খবর, শনিবার বিকেলের ভার্চুয়াল বৈঠক থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য আগামী ৫ দিনের মধ্যে জেলাভিত্তিক কমিটি গঠন করা হবে।
আরও পড়ুনঃ Nadia : বউমার অস্ত্রের কোপে রক্তাক্ত শাশুড়ি!
অভিষেকের (Abhishek Banerjee) ডাকা এদিনের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন ৪ হাজার তৃণমূল নেতা। তাঁদের উদ্দেশ্যে আগামী ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ বলে জানা গিয়েছে। তবে স্ক্রুটিনির দায়িত্ব ব্লক সভাপতির ঘাড়ে পড়ছে না। সেই দায়িত্ব পালনের জন্য ব্লক স্তরে ‘ব্লক ইলেক্টোরাল রোল সুপার ভাইজার’ নামে একটি পদ আনতে চলেছে তৃণমূল।
ভুতুড়ে ভোটার নিয়ে সরব হওয়ার পাশাপাশি এদিন বিজেপিকেও কার্যত তুলোধুনা করেছেন অভিষেক। সম্প্রতি আম আদমি পার্টিকে হটিয়ে দিল্লির ক্ষমতায় এসেছে বিজেপি। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, “দিল্লিতে কারচুপি করে জিতেছে বিজেপি। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি। বলেন, “পরিযায়ী শ্রমিকদের ভোট দিতে না দেওয়ার চক্রান্ত করছে বিজেপি।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
দুই রাজ্যে একই এপিক নম্বরের ভোটার কার্ড রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বার্ষিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই অভিযোগই তুলেছিলেন। এরপর ভুতুড়ে ভোটার ধরতে একটি কমিটি গঠন করেন তিনি। যার নেতৃত্বে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই কমিটির বৈঠকে জেলায় জেলায় কোর কমিটি গঠনের ডাক দিয়েছিলেন তিনি। তবে অভিষেক (Abhishek Banerjee) কমিটিতে থাকলেও সেই বৈঠকে ছিলেন না। এদিন অভিষেকের দাবী, পাঁচটি জেলা ছাড়া আর কোথাও কমিটি গঠন হয়নি।