Boat Capsized: শ্মশানে যাওয়ার সময় নৌকাডুবি, মৃত ৩

দেশ

নিউজ পোল ব্যুরো: দোলের পরের দিনে মর্মান্তিক ঘটনা। শনিবার সকালে নৌকাডুবির (Boat Capsized) ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক উত্তেজনা ছড়ায়। নৌকা ডুবির খবর মেয়েই উদ্ধারকাজে ছুটে আসে স্থানীয়রা।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সীতাপুরে। ঘটনাটি ঘটে সকাল ১১টার দিকে। জানা গিয়েছে মৃতদেহকে নিয়ে শেষকৃত্যের জন্য বেশকিছু লোক নৌকা করে যাচ্ছিলেন। সূত্রের খবর, নৌকাটি নদীর ধারের একটি ঢিবির কাছে পৌঁছায় যেখানে শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঠিক তখনই নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। সেই সময় নৌকায় ১২ জনের বেশি লোক ছিলেন। ডুবুরিদের সহায়তায় স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করেন। তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত সাতজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক আনন্দ জানিয়েছেন, নিখোঁজদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ Holi: বেদনাদায়ক, হোলি উদযাপনের পর নদীতে ডুবে মৃত ৪ কিশোর

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার হোলি উৎসবের সময় একই নদীতে ডুবে যাওয়া ২২ বছর বয়সী দীনেশ গুপ্তের শবদাহে যাচ্ছিলেন যাত্রীরা। দুপুর নাগাদ নৌকায় ১৬ জন যাত্রী ছিলেন। সেই নৌকা উল্টে যায়। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিশ্ব মনীশ কুমার জানিয়েছেন, তাদের উদ্ধার করে তাম্বুরের একটি কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। দুই বছরের একটি শিশুকে উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়েছে তবে বাকি ১২ জন এখনও কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলেই তিনি জানান। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম সঞ্জয় (৩২), খুশবু (৩০) এবং কুমকুম (১৩)। সূত্রের খবর, পরিবার এবং গ্রামবাসীরা দীনেশের শবদাহের জন্য দুটি নৌকায় শারদা নদী পার হচ্ছিলেন। পরিবারের কয়েকজন সদস্য এবং মৃতদেহ বহনকারী নৌকাটি যখন তীরে পৌঁছাচ্ছিল, তখন ১৬ জন যাত্রী নিয়ে দুর্ভাগ্যজনক ভাবে নৌকাটি নদীর মাঝখানে ডুবে (Boat Capsized) যায়।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/