CU Phd Admission: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বিভাগে ভর্তি শুরু!

কলকাতা শিক্ষা

নিউজ পোল ব্যুরো: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স (Agricultural Chemistry and Soil Science) বিভাগে পিএইচডি (PhD) গবেষণার সুযোগ উন্মুক্ত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (CU Phd Admission) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে (Notification) এই তথ্য জানানো হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট বিভাগে গবেষণার (Research) সুযোগ প্রদান করা হবে।

আরও পড়ুন:- Indian Students: কানাডা,ইউকে, ইউএসএ-তে কমল ভারতীয় পড়ুয়া!

আবেদনকারীদের অফলাইনে (Offline) আবেদন করতে হবে, যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে (Agricultural Chemistry & Soil Science) স্নাতকোত্তর (Postgraduate) ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ রয়েছে। কমপক্ষে ৫৫% নম্বর প্রয়োজনীয় (সংরক্ষিত শ্রেণির জন্য নম্বরের ক্ষেত্রে ছাড় থাকবে)। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র (Documents) সংযুক্ত করতে হবে।আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৫। আবেদন ফি (Application Fee) ১০০ টাকা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

প্রার্থীদের লিখিত পরীক্ষা (Written Test) বা রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (RET) এবং ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা: তারিখ: ২ এপ্রিল, ২০২৫, সময়: দুপুর ২টা থেকে। পরীক্ষার সময়সীমা রয়েছে দেড় ঘণ্টা। মোট নম্বর হলো ৭৫। উত্তীর্ণ হতে ন্যূনতম প্রয়োজনীয় নম্বর ৫০%। ইন্টারভিউ- মোট নম্বর ২৫। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। নেট (NET)/স্লেট (SET)/ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ (DST Inspire Fellowship) পাওয়া প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। যারা লিখিত পরীক্ষার বাইরে সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের একটি ‘স্টেটমেন্ট অফ পারপাস’ (Statement of Purpose – SOP) জমা দিতে হবে, যেখানে তাদের গবেষণার উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে (CU Phd Admission)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website of University of Calcutta)-এ প্রকাশিত মূল বিজ্ঞপ্তি (Official Notification) দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা এগ্রিকালচারাল কেমিস্ট্রি (Agricultural Chemistry) এবং সয়েল সায়েন্স (Soil Science) নিয়ে গবেষণা করতে চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ (CU Phd Admission)। সঠিক সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন এবং ভবিষ্যতের গবেষণার পথে এক ধাপ এগিয়ে যান!