নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে গ্রীষ্মের (Summer Heat) দাপট শুরু হয়ে গিয়েছে মার্চ মাসেই। যদিও এখনো খাতায়-কলমে বসন্তকাল (Spring Season), কিন্তু আবহাওয়া যেন আগেভাগেই গ্রীষ্মের আমেজ এনে দিয়েছে। তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে, এবং রাজ্যের একাধিক জেলায় (Districts of Bengal) আজ রবিবার, (Today Bengal Weather) তাপপ্রবাহ (Heatwave) পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department)। বিশেষ করে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), বাঁকুড়া (Bankura), বীরভূম (Birbhum) এবং ঝাড়গ্রাম (Jhargram)— এই পাঁচটি জেলায় (South Bengal Districts) তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। এই জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি বৃদ্ধি পেতে পারে, যা অস্বস্তিকর গরমের (Uncomfortable Heat) পরিস্থিতি তৈরি করবে।
আরও পড়ুন:- Weather Update Today: দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল জনজীবন
এখানেই শেষ নয়! রবিবার পুরুলিয়া (Purulia) জেলাও এই তালিকায় যুক্ত হতে পারে। একইসঙ্গে কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগণা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas), পূর্ব বর্ধমান (Purba Bardhaman), পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়া (Nadia)—এইসব জেলাতেও গরমের দাপট বজায় থাকবে।আবহাওয়াবিদদের মতে, সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। পুরুলিয়া বাদে বাকি পাঁচটি জেলায় (Heatwave Affected Districts) তাপপ্রবাহ অব্যাহত থাকবে, এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি ছুঁতে পারে পারদ। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি (Today Bengal Weather) সময়ে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টি (Rainfall) হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার কিছুটা পতন হবে এবং গরমের তীব্রতা কমতে পারে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
বিজ্ঞানীরা বলছেন, পূর্ব বাংলাদেশ (East Bangladesh) সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে, যা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এছাড়াও রাজস্থান (Rajasthan) এবং অসমের (Assam) কিছু অংশেও ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। এর ফলে আবহাওয়ায় বিরূপ পরিবর্তন ঘটছে এবং দক্ষিণবঙ্গে (South Bengal Weather) প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।উত্তরবঙ্গে আজ রবিবার, শুধুমাত্র দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং (Kalimpong) জেলায় হালকা বৃষ্টির (Light Rain) সম্ভাবনা রয়েছে। এই দুই জেলার পাশাপাশি আলিপুরদুয়ার (Alipurduar) জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মার্চের মাঝামাঝি সময়েই দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের দাপট (Today Bengal Weather) শুরু হয়ে গিয়েছে। তবে বুধবারের পর থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে এবং সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গকে স্বস্তি দিতে পারে। এখন দেখার বিষয়, এই পরিবর্তন কতটা কার্যকর হয় এবং দক্ষিণবঙ্গবাসীকে গরম থেকে কতটা মুক্তি দেয়!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z