ইমিটেশনের হার গুলির হাত থেকে প্রাণ বাঁচাল!

অপরাধ

নিজস্ব প্রতিনিধি, হুগলি: রাখে হরি মারে কে? এই আপ্তবাক্যটি ফের আরেক বার প্রমাণিত হল ব্যান্ডেলে। স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে ছিলেন স্বামী। কিন্তু গলার ইমিটেশনের হারে লেগে বেরিয়ে যায় গুলি! বরাত জোরে প্রাণে বাঁচলেন স্ত্রী। ঘটনাটি ব্যান্ডেল মানসপুরের। ধৃতের নাম কিষাণ, তিনি পেশায় একজন অটোচালক। জানা গিয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ নিজের বাড়িতেই স্ত্রী কালামালিকে গুলি করে পালিয়ে যান তিনি। ঘটনার কথা জানাজানি হতেই তৎক্ষণাৎ মহিলাকে ভর্তি করা হয় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। রাত আটটা নাগাদ ভর্তি করা হয় জখম মহিলাকে। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

আক্রান্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, চার বছর ধরে ওই একই এলাকায় ভাড়া রয়েছে তাঁরা। স্বামী ওরফে কিষাণ মত্ত হয়ে এসে বাড়িতে প্রায়ই ঝামেলা করেন। উল্লেখ্য প্রায় দিন ঝামেলার পরেই হুমকি দিতেন প্রাণে মেরে ফেলার। এদিনও ঠিক তেমনি হুমকি দিতে দিতেই আচমকাই পকেট থেকে বের করেন বন্দুক! তার পরেই গুলি চালিয়ে পালিয়ে যান তিনি। গোটা ঘটনার সাক্ষী তাঁদের একমাত্র ছেলে। পুলিশ সূত্রে খবর কালামালের প্রথম পক্ষের স্বামী খড়্গপুরের বাসিন্দা, তাঁদের একটি মেয়ে রয়েছে। সামান্য এক অটোচালকের কাছে কিভাবে পৌঁছল বন্দুক? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।