নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে ঘটে চলেছে একের পর চাঞ্চল্যকর ঘটনা। শনিবার রাত্রে বিশ্বভারতীতে (Visva Bharati) রতন পল্লীর তান হস্টেলে ঢুকে ছাত্রদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এই নিয়ে আতঙ্কে পড়ুয়ারা।
শনিবার রাতে ঘটনাটি ঘটে শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায় থাকা তান বয়েজ হস্টেলে। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্ররা। ইতিমধ্যেই বিষয়টি বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়েছে ছাত্ররা। পাশাপাশি ছাত্রদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । বিশ্বভারতীতে এরকম ঘটনাকে ঘিরে ছাত্ররা ভীষণ আতঙ্কে রয়েছে বলে এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ হোস্টেলের ভিতরে মদ্যপান করে গালিগালাজ করা হয়েছে। স্থানীয়রা বাধা দিতে এলে স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হয় ও তারপরেই উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। যদিও পরবর্তীতে বিশ্বভারতী সিকিউরিটি ও শান্তিনিকেতন থানা পুলিশ এসে বিষয়টিকে সামাল দেয়।
আরও পড়ুনঃ Birbhum Incident: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কি ঘটেছিল রাতে তা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। ছাত্রদের অভিযোগ রাতে তাঁরা নিজেদের মত গল্প করছিল। কারও যাতে কোনও অসুবিধা না হয় তাই ধীরে ধীরে কথা বলা হচ্ছিল। সেই সময়েই আচমকা কিছু মানুষ এসে তাদের হুমকি দেয়। বাইরে বের হলে কি হত তা ভাবতেই পারছেন না বিশ্বভারতির ছাত্রছাত্রীরা। এমনকি বাইরে ক্লাসে যাওয়ার সময়ে মারের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে সারা রাত ঘুম হয়নি বলেও জানিয়েছেন ছাত্ররা। কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজ রবিবার হওয়ার কারণে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলেই জানা গিয়েছে সূত্রে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z