Weather Today: মিলল স্বস্তির বৃষ্টি! রেহাই কি তবে মিলবে গরমের হাত থেকে?

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার (Weather) আচরণ যেন একেবারেই বদলে গিয়েছে। একদিকে উত্তাপের দাপট, অন্যদিকে ঝড়বৃষ্টি (Storm and Rain)। আবহাওয়া দপ্তরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশের বিভিন্ন অংশে তীব্র তাপপ্রবাহ (Heatwave) চলবে। একইসঙ্গে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন:-Weather Update Today: দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল জনজীবন

বর্তমানে পূর্ব বাংলাদেশ (East Bangladesh) অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) সক্রিয় রয়েছে, যা ধীরে ধীরে দুর্বল হয়ে অসম (Assam) ও রাজস্থান (Rajasthan) পর্যন্ত প্রসারিত হবে। এছাড়া রাজস্থানে অবস্থিত একটি ঘূর্ণাবর্তের সংযোগ রেখা (Trough Line) পঞ্জাব (Punjab) পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়াগত পরিবর্তনের ফলে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir), লাদাখ (Ladakh), হিমাচল প্রদেশ (Himachal Pradesh), রাজস্থান, উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও হরিয়ানায় (Haryana) বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া (Gusty Wind) বইতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। দোল উৎসবের পর থেকেই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন এসেছে। রবিবার সকালেও ঠান্ডা বাতাস (Cold Breeze) থাকলেও, দুপুরের দিক থেকে গরমের দাপট বাড়তে শুরু করেছে। বিশেষ করে বাঁকুড়া (Bankura), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), বীরভূম (Birbhum) এবং পুরুলিয়া (Purulia) জেলায় তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি তৈরি হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

আবহাওয়া দপ্তরের (Meteorological Department) মতে, সোমবারও এই জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে। দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাতেও স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বেশি রয়েছে। কলকাতায় (Kolkata) আজ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) থাকবে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস থাকছে। রবিবার বিভিন্ন জেলায় মিলেছে স্বস্তির বৃষ্টি। বাঁকুড়ায় শিলাবৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z

তীব্র গরমের মাঝে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ১৮-১৯ মার্চের মধ্যে বাংলার আবহাওয়ায় (West Bengal Weather) বড় পরিবর্তন আসতে পারে। বঙ্গোপসাগরের (Bay of Bengal) জলীয়বাষ্প (Moisture) বাড়তে শুরু করবে, যা শুষ্ক গরমকে কিছুটা প্রশমিত করবে। তবে এর ফলে বাতাসে আর্দ্রতার (Humidity) পরিমাণ বেড়ে গরম আরও অস্বস্তিকর হতে পারে। বিশেষ করে, বুধবার (২০ মার্চ) থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। পরবর্তী দু’দিন কলকাতা-সহ (Kolkata Weather) রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Thunderstorm and Rain) সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতেও (Coastal Districts) ভ্যাপসা গরম (Sultry Weather) কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।