অল্পের জন্য রেহাই পর্যটকদের! ফের চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামে বিপত্তি

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামের সিলিং ভেঙে বিপত্তি। খসে পড়ল চাঙর, ঘটনায় যদিওবা কোনও হতাহতের খবর মেলেনি, তবু কমছে না দুশ্চিন্তা। সৌধের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে আশঙ্কা।

গতকাল মঙ্গলবার বিকালে বিদেশি পর্যটকদের একটি দল ঘুরতে আসেন মিউজিয়ামে, সে সময়েই বিপত্তি ঘটে। মিউজিয়ামের ফরাসি স্থাপত্য ঘুরে দেখার সময় আচমকাই সিলিং ভেঙে খসে পড়ে চাঙড়। ঘটনায় স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান সকলেই। চাঞ্চল্য ছড়ায় পর্যটক ও ভেতরে থাকা কর্মীদের মধ্যেও।

শীতকালে ভ্রমণস্থানগুলিতে পর্যটকদের আগমন যেন এক অন্য মাত্রায় পৌঁছয় প্রতিবছরই। শীতের কড়া মিঠে রোদ গায়ে মেখে আমেজে ঘুরে বেড়াতে পছন্দ করেন বেশিরভাগ পর্যটকেরা। সেই মতোই পর্যটন কেন্দ্রগুলোতে বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি ভিড় লক্ষ্য করা যায় এই সময়। তেমনি শীতের মরশুমে বহু ফরাসি আসেন চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়াম পরিদর্শনে। এমনকি স্কুল পড়ুয়ারাও শিক্ষণীয় বিভিন্ন দ্রষ্টব্য শিখতে ও দেখতে আসেন এই মিউজিয়ামে। সেই জায়গায় দাঁড়িয়ে মিউজিয়ামের ভেতরে এমন অঘটন কোনভাবেই স্বস্তি দিচ্ছে না পর্যটক মহলে।

প্রসঙ্গত, এর আগেও একবার মিউজিয়ামের একটি বড় চাঙড় খসে পড়েছিল সদ্য এক মাস আগে। সে সময়েও অল্পের জন্য রক্ষা পেয়েছিল মিউজিয়ামের কর্মীরা। বেশ কিছুদিন ধরেই মিউজিয়ামের দেওয়াল, ছাদের অবস্থা খুব খারাপ। এমনটা অভিযোগ তোলেন অনেকে। এমনকি এই অভিযোগের জেরেই মাঝে একবার বন্ধ রাখা হয়েছিল মিউজিয়ামের গেট। তবে পর্যটকদের দাবি শীঘ্রই নজর দেওয়া হোক এদিকে, নয়তো আরও বড় কোনও বিপদ হতে পারে আগামীতে।