TMC-BJP: বিজেপি নেত্রীকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতা

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুর (Makrampur, Narayangarh) এলাকায় এক চাঞ্চল্যকর নারী নির্যাতনের (women harassment) ঘটনা সামনে এসেছে, যেখানে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এক স্থানীয় নেতার বিরুদ্ধে ধর্ষণের (rape) গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী একজন বিজেপি নেত্রী (BJP woman leader), যিনি দাবি করেছেন যে, গত ৮ মার্চ তৃণমূলের দলীয় কার্যালয়ে (party office) ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে ( TMC-BJP)।

এই ঘটনাকে ( TMC-BJP) কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং অভিযোগ ওঠার পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও অভিযুক্ত তৃণমূল নেতাকে (TMC leader) গ্রেপ্তার করা হয়নি। এই পরিস্থিতিতে, জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women – NCW) সদস্যা অর্চনা মজুমদার (Archana Majumdar) রবিবার নির্যাতিতার (victim) বাড়িতে এসে তার সঙ্গে দেখা করেন ও ঘটনার বিস্তারিত শোনেন।

আরও পড়ুন: Newtown News: মহিলা পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহার!

নির্যাতিতার বাড়িতে পৌঁছে অর্চনা মজুমদার দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলে ঘটনার ( TMC-BJP) বিস্তারিত শোনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে, “আমি এখানে একটি নির্যাতিতার জন্য এসেছিলাম, কিন্তু এসে অন্তত কুড়িটি মহিলার অভিযোগ পেলাম। সবাই এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করছেন। তিনি শুধু ধর্ষণের মতো গুরুতর অপরাধই করেননি, তিনি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক শোষণ (economic exploitation), বাড়ি দখল (illegal land grabbing), এবং শারীরিক নির্যাতন (physical assault) চালিয়ে যাচ্ছেন। এই ব্যক্তি যেন এলাকার একনায়ক (dictator), যার কথাই চূড়ান্ত।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হবে।
এই ঘটনার ( TMC-BJP) পর নারায়ণগড় ব্লক জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি শিবির ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে, এবং মহিলা কমিশনের হস্তক্ষেপে বিষয়টি আরও গুরুতর মোড় নিয়েছে।