Suvendu Adhikari: বায়োমেট্রিক চালুর দাবি, মমতাকে তোপ শুভেন্দুর

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: দিল্লি (Delhi) যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে (West Bengal) এখন আর কিছুই একতরফাভাবে (One-sided) হবে না। সরস্বতী পুজো (Saraswati Puja) ও রাম নবমী (Ram Navami) উপলক্ষে রাজ্যে যা ঘটেছে, তাতেই তা প্রমাণ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “এখন আর পশ্চিমবঙ্গের হিন্দুরা (Hindus of West Bengal) পড়ে পড়ে মার খাবে না। সেই দিন চলে গিয়েছে। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া (Reaction) থাকে। যদি কেউ ইট ছোড়ে, তবে পাটকেল (Counterattack) খেতেই হবে। কেউ রসগোল্লা (Rosogolla) দিয়ে আপ্যায়ন করবে না।” তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:- RG Kar Case: অভয়ার বাবা-মায়ের আবেদনে মান্যতা, আরজি কর মামলা নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভুয়ো ভোটার (Fake Voter) ইস্যুতে ফের একবার কড়া ভাষায় নিজের মত প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমরা প্রথম থেকেই দাবি জানিয়ে আসছি যে, আধার (Aadhaar) এর সঙ্গে ভোটার কার্ড (Voter ID) লিঙ্ক করে বায়োমেট্রিক (Biometric Voting) ব্যবস্থা চালু করা হোক। পশ্চিমবঙ্গের কয়েক হাজার রেশন দোকানে (Ration Shops) যদি বায়োমেট্রিক সিস্টেম থাকতে পারে, তাহলে ৮০ হাজার বুথে (Polling Booth) কেন এই ব্যবস্থা থাকবে না?” শুভেন্দুর দাবি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) ইচ্ছাকৃতভাবে এই ব্যবস্থা চালু হতে দিচ্ছে না। কারণ, তারা জানে যে, এতে ভোটে কারচুপি (Election Rigging) করা সম্ভব হবে না। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, “তিনি কেন নির্বাচন কমিশনকে (Election Commission) বায়োমেট্রিক চালু করার প্রস্তাব দিচ্ছেন না?” মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ (Furfura Sharif) সফর নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “উনি ভোট ব্যাঙ্ক (Vote Bank) শক্ত করতে সেখানে যাচ্ছেন। প্রত্যেকবার বিধানসভা (Assembly Election) ভোটের আগে তিনি এই কাজ করেন।” শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, মুখ্যমন্ত্রী নির্দিষ্ট এক সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য ফুরফুরা শরীফে যান এবং নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক চাল (Political Strategy) খেলেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

রাজ্যে সাম্প্রতিক নানা বিতর্কিত ঘটনার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূলের বিধায়করা (TMC MLA) যদি কোনো কিছু করেন, তাহলে তার দায় তৃণমূলকেই নিতে হবে। এখন আর রাজ্যে তৃণমূল যা খুশি তাই করতে পারবে না। সরস্বতী পূজো ও রাম নবমীতে যা হয়েছে, তা প্রমাণ করে দিয়েছে যে, এখন থেকে একতরফাভাবে কিছু চলবে না।” রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে রয়েছে। তৃণমূল ও বিজেপির (BJP) মধ্যে সংঘর্ষ ক্রমেই তীব্র হচ্ছে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাম্প্রতিক মন্তব্য সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। বিশেষত, নির্বাচন সামনে রেখে বায়োমেট্রিক ভোটিং ব্যবস্থা চালুর দাবি এবং মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ সফর নিয়ে তার কটাক্ষ নতুন বিতর্ক সৃষ্টি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z