Jhargram: হাতির হামলায় বিপর্যস্ত গ্রামবাসী, রাতভর তাণ্ডবে ধ্বংস ফসল

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ঝাড়গ্রামের (Jhargram) সাঁকরাইল ব্লকের একাধিক গ্রামে ফের হাতির হামলায় (Elephant Attack) আতঙ্কিত গ্রামবাসীরা। রাতের অন্ধকারে জঙ্গল ছেড়ে লোকালয়ে (Human Settlement) ঢুকে পড়ছে হাতির দল, আর তার ফলে ধ্বংস হচ্ছে চাষজমি। মূলত খাবারের সন্ধানেই দাঁতাল হাতিরা (Wild Elephants) ধানক্ষেতের দিকে ছুটে আসছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন নতুন নতুন এলাকায় হাতির তাণ্ডব (Elephant Rampage) গ্রামবাসীদের চিন্তার কারণ হয়ে উঠেছে। গত কয়েক দিন ধরে সাঁকরাইল ব্লকের আউসাবান্ধী, কুলটিকরী, মুকুন্দপুর-সহ (Village Names) একাধিক গ্রামে রাতভর দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৩৫টি দাঁতাল হাতির একটি দল। এই দলটি বিস্তীর্ণ ধান চাষের জমি (Paddy Fields) তছনছ করে দিয়েছে। শুধু ধান নয়, জমির ধারে থাকা শাক-সবজির ক্ষেতও (Vegetable Farms) নষ্ট হয়ে যাচ্ছে হাতির পায়ের তলায়। মাথায় হাত পড়েছে চাষিদের, কারণ কয়েক মাসের পরিশ্রমে ফলানো ফসল এক রাতেই ধ্বংস হয়ে যাচ্ছে।

আরও পড়ুন:- Madhyamgram : আদালতের নির্দেশ উপেক্ষা, মধ্যমগ্রামে জমি কেলেঙ্কারি

গ্রামবাসীদের অভিযোগ, এই ধরণের ঘটনা নিয়মিত ঘটলেও হাতির আক্রমণ প্রতিরোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বন দফতরের (Forest Department) কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও, হাতিগুলিকে ফিরিয়ে দেওয়া ছাড়া অন্য কোনও স্থায়ী সমাধান করছে না। বন দফতরের আধিকারিকদের মতে, হাতির দলটি খাবারের সন্ধানে (Searching for Food) জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। বর্তমানে জঙ্গলে (Jhargram) খাদ্যের অভাব হওয়ায় (Food Scarcity in Forests) হাতিরা ধান ও অন্যান্য ফসল নষ্ট করে ক্ষুধা মেটানোর চেষ্টা করছে। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আমরা হাতিগুলিকে (Herd of Elephants) নিরাপদে জঙ্গলে ফেরত পাঠিয়েছি। তবে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। হাতিদের খাবারের জন্য জঙ্গলে পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে, না হলে তারা বারবার লোকালয়ে চলে আসবে।’’

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

স্থানীয় বাসিন্দাদের মতে, রাতের বেলায় হাতিরা একেবারে ঘর-বাড়ির কাছাকাছি চলে আসছে, ফলে মানুষের নিরাপত্তাও (Human Safety) বিপন্ন হচ্ছে। হাতির হামলায় এর আগেও বহু বাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কীভাবে এই হাতির হানার স্থায়ী সমাধান করা যাবে? বিশেষজ্ঞদের মতে, হাতিদের খাদ্য সংকট (Elephant Food Crisis) দূর করতে জঙ্গলের মধ্যে বেশি করে খাদ্যের জোগান দিতে হবে, যাতে তারা লোকালয়ে (Jhargram) প্রবেশ না করে। এছাড়া, লোকালয় সংলগ্ন এলাকাগুলিতে বৈদ্যুতিক বেড়া (Electric Fencing) বা বিশেষ আলোর ব্যবস্থা করা যেতে পারে, যাতে হাতিরা গ্রামে প্রবেশ করতে না পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://www.youtube.com/live/BvETAnANtD8?si=X–svR4Vooj_uc1z