Purba Medinipur : রক্তের চাহিদা মেটাতে লায়ন্স ক্লাবের নতুন প্রয়াস

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মকালে রক্তের সংকট (Blood Shortage) মোকাবিলা করতে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কাঁথি (Contai) দুই ব্লকের পূর্ব গোবিন্দপুর লায়ন্স ক্লাব এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। রক্তদান (Blood Donation) হল মানবসেবার সর্বোৎকৃষ্ট উদাহরণ, যা জীবনদানের অন্যতম শ্রেষ্ঠ উপায়। এই মহান ব্রত পালনের উদ্দেশ্যে সম্প্রতি লায়ন্স ক্লাব একটি বিশাল রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির (Health Camp) আয়োজন করেছে।

আরও পড়ুনঃ Suvendu Adhikari : ভগবানপুর ফেরাল ‘শুভেন্দুর গড়’ তত্ত্ব, কাঁটায় কাঁটায় টক্করের ইঙ্গিত

সমাজ গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতে। রক্তদান শুধুমাত্র একজন রুগ্ন মানুষকে জীবন ফিরিয়ে দেয় না, এটি মানবিকতার (Humanity) এক শক্তিশালী প্রতীক। বিশেষ করে গ্রীষ্মকালে, হাসপাতালে রক্তের চাহিদা বৃদ্ধি পায়, কারণ এই সময়ে তীব্র গরমে রক্তস্বল্পতা , ডিহাইড্রেশন এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কারণে রক্তদানের প্রয়োজনীয়তা বেড়ে যায়। এই চাহিদা মেটাতেই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) লায়ন্স ক্লাবের (Lions Club) এই উদ্যোগ। ক্লাবের সভাপতি দেবাশীষ গিরি বলেন, “আমরা গত কয়েক বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করছি। শুধু রক্তদান নয়, মানুষের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য নিয়েও আমরা কাজ করছি।” এই বছর আয়োজিত রক্তদান শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে (Voluntarily) অংশগ্রহণ করেছেন।

Purba Medinipur

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

শুধু রক্তদানই নয়, এই ক্যাম্পের অংশ হিসেবে একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির (Health Check-up Camp) অনুষ্ঠিত হয়। এই শিবিরে এলাকার শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ব্লাড প্রেসার (Blood Pressure), সুগার লেভেল, রক্তস্বল্পতাএবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা হয়। লায়ন্স ক্লাবের সদস্যরা জানিয়েছেন, এই ক্যাম্প শুধু এক দিনের জন্য নয়, ভবিষ্যতেও এমন আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এলাকার বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, রক্তদান শুধুমাত্র রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক নয়, এটি এক গভীর মানবিক সংযোগ। অনেকেই বলেছেন, এই ধরনের শিবিরের মাধ্যমে শুধুমাত্র শারীরিক সুস্থতা নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার শিক্ষা লাভ করা যায়।