নিউজ পোল ব্যুরো: শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হওয়া, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকা এবং ছাত্রদের উপর পুলিশি নিপীড়নের বিরুদ্ধে এবার রাস্তায় নামছে ছাত্র সমাজ। ২৫ মার্চ বিকাল ৩টেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সংলগ্ন ৮বি থেকে গোলপার্ক পর্যন্ত এক মহামিছিল আয়োজন করা হয়েছে, যেখানে সমাজের সর্বস্তরের মানুষদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। মূল দাবি শিক্ষার অধিকার ফিরিয়ে আনা, ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার করা।
আরও পড়ুনঃ Shankar Ghosh : ফের বিস্ফোরক শংকর ঘোষ, করলেন বিরাট দাবি
গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপস্থিতিতে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশি হামলা চালানো হয়েছে, মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং গণতান্ত্রিক আন্দোলন দমন করার চেষ্টা হয়েছে। শুধু যাদবপুর নয়, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজেও একই চিত্র দেখা যাচ্ছে।

বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন রাজ্যের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে বন্ধ রাখা হয়েছে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া হচ্ছে না, বরং আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে। সরকারের নীতির ফলে রাজ্যে শিক্ষার বেহাল দশা দেখা দিয়েছে। উচ্চশিক্ষায় ছাত্রসংখ্যা ক্রমাগত কমছে, যা ভবিষ্যতের জন্য একটি বড় সংকেত।
একটি বড় প্রশ্ন উঠেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) পুলিশ আউটপোস্ট (Police Outpost) কেন প্রয়োজন? রাজ্যের অন্যান্য কোনও বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্ট নেই, তাহলে শুধুমাত্র যাদবপুরেই এটি তৈরি করা হচ্ছে কেন? ছাত্রদের অভিযোগ, তৃণমূলের (TMC) অনুগত গুন্ডাদের (Political Goons) আড়াল করতেই এই পুলিশি উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও আন্দোলনের অধিকার খর্ব করা হচ্ছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
আগামী ২৫ মার্চ বিকাল ৩টেয় যাদবপুর ৮বি থেকে গোলপার্ক পর্যন্ত মহামিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার ভবিষ্যৎ বাঁচাতে, গণতন্ত্র রক্ষার স্বার্থে ও শিক্ষাঙ্গনের অধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে এই মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।