সিনেমার কায়দায় সম্পত্তি লুঠ!

অপরাধ

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এ যেন ঠিক সিনেমার থ্রিলার! অত্যন্ত নিখুঁতভাবে সাজানো সিনেমার কাহিনী, লুঠ সম্পত্তি। সম্প্রতি এমনই এক সম্পত্তি লুঠের ঘটনা সামনে এলো হরিদেবপুরে। লুঠের ‘অপারেশন’ শেষ হলেই পলাতক চোর! অদ্ভুত এক কাণ্ড ঘটালেন এক দম্পতি।

অভিযোগ দক্ষিণ শহরতলী হরিদেবপুরের ক্যান্সার আক্রান্ত এক গৃহবধূ ও তাঁর বয়স্ক শাশুড়িকে খুনের চেষ্টা চালায় প্রতারকেরা এমনকি চিকিৎসার জন্য রাখা টাকাও নিয়ে চম্পট দেয় তাঁরা। চিকিৎসার জন্য রাখা চার লক্ষ টাকা নিয়ে পলাতক দুষ্কৃতী। এখানেই গল্প! তদন্তের পর জানা যায় কোনও দুষ্কৃতী নয় টাকা নিয়ে চম্পট দিয়েছে পরিবারের লোকেরাই। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হলে দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, এই দম্পতি আগেও এই ধরনের কোনও অপরাধ করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা ধামাচাপা পড়লে ফের অ্যাকশন শুরু। আবার ফের গা ঢাকা। বেশ কিছুদিন এমনই অভিযোগ ওই দম্পতির বিরুদ্ধে। সব মিলিয়ে এই অভিযোগ কোনও ভাবেই কম নয়, সিনেমার থ্রিলারের থেকে!

শাশুড়ি-বউমাকে বেঁহুশ করে টাকা লুট ভৃত্য দম্পতির, গ্রেপ্তার কলকাতার ‘বান্টি অউর বাবলি’। জানা যায় ঘর থেকে টাকা চুরি গিয়েছে অথচ সন্ধ্যার দিকে বাড়িতে আসেন অনেকেই। মহিলার সঙ্গে দেখা করতে আসেন প্রতিবেশীরা। ঢোকার সময় দরজা খোলা দেখেই প্রথম সন্দেহের দানা বাধে। এরপর দরজা খুলতেই দেখেন ঘরে পড়ে রয়েছেন শাশুড়ি ও বউমা। তড়িঘড়ি চিকিৎসককে খবর দেওয়া হলে চলে প্রাথমিক চিকিৎসা। মাদক দিয়ে অজ্ঞান করা হয়েছে এমনটাই জানান চিকিৎসক। পরে জানা যায় ওই ঘর থেকেই টাকা গায়েব! ব্যাস দুয়ে দুয়ে এক। পরে মোবাইলের সূত্র ধরে গ্রেফতার করা হয় ধৃতদের এবং তখনই চুরি যাওয়া টাকা উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর জানা যায় সুযোগ বুঝেই ঘর ভাড়া নিয়ে এমন কাজ আগেও করতেন দম্পতি। এরইমধ্যে তদন্ত করতে ধৃতদের হেফাজতে নিয়েছে পুলিশ।