নিউজ পোল ব্যুরো: এই প্রথমবার বাংলার ৪২ জন সাংসদ রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত। আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সূত্রে জানা গিয়েছে রাষ্ট্রপতি বাংলার সকল সাংসদদের শুক্রবার প্রভাতী চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে তৃণমূলের ২৯, বিজেপির ১২ ও কংগ্রেসের এক সাংসদকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ SpaceX Dragon: আইএসএস থেকে দীর্ঘ যাত্রা শুরু সুনীতা ও বুচের
সূত্রের খবর, শুক্রবার সকাল ৯টার সময়ে চা চক্রে যোগ দেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির পাঠানো সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন বাংলার সকল সাংসদরা। রাইসিনা হিলসে বসবে এই চা চক্রের আসর। উপস্থিত থাকবেন খোদ রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম সকল সাংসদের একসঙ্গে আমন্ত্রণ জানালেন। এর আগে যদিও রাষ্ট্রপতি ভবনে আলাদা আলাদা করে গিয়েছেন তৃণমূল-বিজেপির সাংসদরা। বৈঠক করেছেন। সকলে আমন্ত্রণ রক্ষা করলে একসঙ্গে এই প্রথম বাংলার ৪২ জন সাংসদ যাবেন রাষ্ট্রপতি ভবনে।
আরও পড়ুনঃ BJP: বঙ্গ বিজেপির বিশেষ বৈঠক, সমন্বয়ের বার্তা শুভেন্দু-সুকান্তর
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো এর আগে আরজি করের ঘটনার পর অপরাজিতা বিলে সই নিয়ে রাইসিনা হিলসে গিয়েছিলেন তৃণমূল এবং বিজেপি সাংসদরা। যদিও তাঁরা আলাদা আলদা ভাবে গিয়েছিলেন একসঙ্গে নয়। তৃণমূলের ১০ জন সাংসদের প্রতিনিধি দল অপরাজিতা বিলে সই করার আবেদন জানিয়েরাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে দেখা করতে রাইসিনা হিলসে গিয়েছিলেন। তারপর দরকার ছাড়া কেউ যাননি সেখানে। তারপর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে সকলকে চায়ের নিমন্ত্রণ জানানো হল। যদি সকল সাংসদরা যান তাহলে আগামী শুক্রবার ২৯ জন শাসকদল তৃণমূলের, বিজেপির ১২ জন এবং কংগ্রেসের এক সাংসদকে দেখা যাবে একই ফ্রেমে।
নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/