নিউজ পোল ব্যুরো: বলিউডের (Bollywood) বাদশাহ শাহরুখ খান ও গৌরী খানের (Shah Rukh-Gauri) প্রেমকাহিনি যেন এক রূপকথার গল্প। কিন্তু এই প্রেমের পর সহজ ছিল না। ধর্মের (Religion) পার্থক্য, পারিবারিক বাধা, সমাজের চোখ রাঙানি—সবকিছুই তাদের পথ কঠিন করে তুলেছিল। তবুও ভালোবাসার শক্তিতে জয়ী হয়েছেন তারা। শাহরুখ যখন প্রথম গৌরীর প্রেমে পড়েন, তখন তার বয়স মাত্র ১৮। গৌরী ছিলেন হিন্দু (Hindu), আর শাহরুখ ইসলাম (Islam) ধর্মের অনুসারী। প্রেমের সম্পর্ক শুরুতে পরিবারের কাছ থেকে লুকিয়ে রাখলেও, যখন বিয়ের (Marriage) সিদ্ধান্ত নেন, তখন নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।
আরও পড়ুন:- Koel Mallick: কোয়েলকে দেখে অবাক হয়েছিলেন রানে! কিন্তু কেন?

গৌরীর পরিবার বিশেষ করে ছিলেন দুশ্চিন্তায়। মুসলিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে মানতে পারছিলেন না তারা। এ কারণে প্রথমদিকে শাহরুখকে পরিবারের সামনে পরিচয় করানোই ছিল বড় চ্যালেঞ্জ। আর এই সমস্যার সাময়িক সমাধান হিসেবে গৌরী শাহরুখের নাম বদলে দেন! এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ওর নাম পাল্টে ফেলি। তবে শাহরুখ খুব লাজুক ও ছেলেমানুষ।” কিন্তু মিথ্যা বেশি দিন স্থায়ী হয়নি, কারণ সত্য ধীরে ধীরে প্রকাশিত হয়। ধর্মীয় পার্থক্যের কারণে তাদের বিয়েতে (Interfaith Marriage) বাধা আসতে পারে, সেটা জানতেন শাহরুখ ও গৌরী। তাই বিয়ের আইনি (Legal Marriage) প্রক্রিয়া চলাকালীন নিজের বাড়ির ঠিকানার পরিবর্তে এক বন্ধুর ঠিকানা ব্যবহার করেন শাহরুখ। কিন্তু যখন খবর ছড়িয়ে পড়ে, তখন শুরু হয় অশান্তি। সেই বন্ধুর বাড়ির সামনে ক্ষুব্ধ মানুষের ভিড় জমে যায়। অনেকে বিয়ের বিরোধিতা (Opposition) করতে আসেন, কেউ কেউ বাড়ির দিকে ইটও ছোড়েন। কিন্তু ততক্ষণে গৌরী-শাহরুখ (Shah Rukh-Gauri) বিবাহিত!
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

সময়ের সঙ্গে সঙ্গে সব বাধা জয় করেছেন শাহরুখ ও গৌরী। তাদের দাম্পত্য জীবন সফল, এবং তারা কখনোই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি। শাহরুখ ইসলাম ধর্ম পালন করেন, গৌরী হিন্দু ধর্ম অনুসরণ করেন। তাদের বাড়ি ‘মন্নত’ (Mannat)-এ দুই ধর্মের সম্মিলন দেখা যায়। একবার এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, “আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, আমার স্ত্রী হিন্দু এবং আমার সন্তানেরা ভারতীয় (Indian)।” এই একটি বাক্যই বুঝিয়ে দেয়, ভালোবাসা ধর্মের গণ্ডির চেয়েও বড়। শাহরুখ ও গৌরীর প্রেম, ধর্মীয় ও সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে, আজ বলিউডের অন্যতম সুন্দর দাম্পত্য (Shah Rukh-Gauri) সম্পর্কের উদাহরণ হয়ে আছে। তাদের গল্প প্রমাণ করে, সত্যিকারের ভালোবাসা সব বাধা জয় করতে পারে!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT