নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সম্প্রতি খবরের শিরোনাম জুড়েই থাকতেন জুনিয়র ডাক্তাররা, আরজি কর কাণ্ডের পর থেকে একের পর এক ঘটনার নাম উঠেছিল তাঁদের। বারে বারে সংবাদ মাধ্যমের নির্যাতিতার জন্য সুবিচার চাওয়া ছাড়াও তাঁদের আরেকটি প্রধান দাবি ছিল স্বচ্ছতা। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতার দাবিতে দীর্ঘদিন অনশন পর্যন্ত করেছিলেন তাঁরা। এখন সেই অনশনকারী জুনিয়র ডাক্তাররাই বিরোধিতা করছেন সিসিটিভির। যে আন্দোলনরত ডাক্তাররাই একসময় লাইভ স্ট্রিমিং নিয়ে যথেষ্ট সচেতন হয়েছিলেন তাঁরাই এখন ঘোর বিরোধিতা করছেন সিসিটিভির।
পরীক্ষায় স্বচ্ছতার কথা তুলতেই স্টিমিংয়ে আপত্তি মেডিক্যাল পড়ুয়াদের। এই খবর সামনে আসতেই শুরু হয়েছে জোর সমালোচনা।
গতকাল মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়ারা কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি রাখেন। যার মধ্যে বিশেষ দাবি ছিল পরীক্ষার হলে কড়া গার্ড চলবে না। পদক্ষেপ শিথিল করতে হবে। এছাড়াও অন্যান্য দাবি গুলোর মধ্যে ছিল পরিকাঠামো উন্নয়ন।
পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন রুখতে প্রসঙ্গ আগে সিসিটিভির। সেখানেই চরম বিরোধিতা পড়ুয়াদের। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অষ্টম সেমিস্টারের পরীক্ষা। এরইমধ্যে ১৫ জন পরীক্ষার্থীকে কার্ড দিতে নিয়োগ করা হয়, আরও বেশি কঠোর ব্যবস্থার মধ্যে দিয়েই সম্পন্ন হবে এই পরীক্ষা এমনটাই জানানো হয়। আর এই খবর পাওয়া মাত্রই পরীক্ষার হলে এই নিয়মবিধি শিথিল করার আরজি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
যদিও বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পড়ুয়ারা এদিন বিভিন্ন বিষয়ের দাবি নিয়ে এসেছিল। পরীক্ষার হলে গার্ডের বিষয়টি নিয়ে স্বাস্থ্যভবনই সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যভবন যে গাইডলাইন দিয়েছে সেভাবেই পরীক্ষা নেওয়া হবে। লাইভ স্ট্রিমিংও করা হবে। ওদের হস্টেলের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’