নিউজ পোল ব্যুরো: মনে করা হয়েছিল এবার আইপিএলে (IPL) ফের একবার অধিনায়কের ভূমিকায় দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। কিন্তু মাসখানেক আগে অধিনায়ক হিসেবে রজত পতিদারের (Rajat Patidar) নাম ঘোষণা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। শোনা যায় বিরাট নিজেই নাকি দায়িত্ব নিতে চাননি। কিন্তু প্রাক্তন দক্ষিণ আফ্রিকা (South Africa) অধিনায়ক এবং আরসিবি (RCB) ব্যাটার এবি ডিভিলিয়ার্স (AB De Villiers) মনে করেন যে বিরাট কোহলি দায়িত্ব থেকে সরে দাঁড়াননি বরং রজত পতিদারের হাতে নেতৃত্ব হস্তান্তরের পিছনে ফ্র্যাঞ্চাইজির যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সেটাকেই সমর্থন করেছেন।
আরও পড়ুন: RCB: কোহলি রাজি নন, ‘এ সালা কাপ’ নামাবে কে?
সম্প্রতি এক প্রথমসারির টিভি চ্যানেলের অনুষ্ঠানে এবিডি বলেন, “অ্যান্ডি ফ্লাওয়ার এবং মো বোবাটের নিশ্চয়ই এই বিষয়ে ভাবনা ছিল। ওদের মনে হয়েছে এটাই সঠিক সময় নেতৃত্বের ভার নতুন কারো হাতে তুলে দেওয়ার জন্য। ওরা নিশ্চয়ই বিরাটের (Virat Kohli) সঙ্গে আলোচনা করেছে এবং বিরাটও সম্মতি দিয়েছে। আমার মনে হয় না বিরাট দায়িত্ব নিতে চাইনি এমনটা নয়। বরং এই সময়ে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই সিদ্ধান্তই নিয়েছে বিরাট।“ বিরাট এবং ডিভিলিয়ার্সের বন্ধুত্ব সর্বজনবিদিত। বরাবরই একে অন্যের পাশে দাঁড়ান। আরসিবির হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন দুজনে।

ডিভিলিয়ার্স আরও বলেন, “ভবিষ্যতের কথা ভেবে নতুন কারো হাতে দায়িত্ব তুলে দেওয়া সবসময় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। বিরাট (Virat Kohli) বরাবরই দলের স্বার্থের কথা চিন্তা করেছে। আর মাঠের মধ্যে পতিদার সবসময় বিরাটের সমর্থন পাবে।“ অধিনায়ক ঘোষণার অনুষ্ঠানে আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাট এবং প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও বিরাটের পরিণত বোধের প্রশংসা করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন যে অধিনায়ক হিসেবে বিরাটের কথা ভাবা হয়েছিল। কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই রজতকে বেছে নেওয়া হয়েছে। ফ্লাওয়ার জানিয়েছিলেন,“ও রজতকে সম্মান করে। আর আমাদের সকলের বিরাটের প্রতি সম্মান রয়েছে। ওর অভিজ্ঞতা ওর প্রতি সম্মান বাড়িয়ে দিয়েছে।“
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এবার আইপিএলে ২২ মার্চ কলকাতায় কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন বিরাটরা (Virat Kohli)। তাঁর আগে সোমবার ছিল আরসিবির ‘আনবক্সিং’ ইভেন্ট। যেখানে রজতের ভূয়সী প্রশংসা করেন কোহলি। তিনি বলেন, “এই ছেলেটিকে চিনে রাখুন। অনেকগুলো বছর এ আপনাদের দলকে নেতৃত্ব দেবে। অধিনায়ক হওয়ার সমস্ত রকমের মাল মশলাই রয়েছে ওর মধ্যে। ও সাফল্য পাবেই।“ ২০০৮ সাল থেকে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন বিরাট। আরসিবি আর তিনি যেন সমার্থক হয়ে গিয়েছেন। তিনি ট্রফি এনে দিতে পারেননি ঠিকই কিন্তু বেঙ্গালুরু জনতার হৃদয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। এবার দেখার পতিদার আমলে ট্রফির খরা কাটে কিনা আরসিবির।