নিউজ পোল ব্যুরো: একসময় বলিউডে (Bollywood) জোর গুঞ্জন ছিল যে, অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং করিশ্মা কাপুর (Karisma Kapoor) একে অপরকে ভালোবেসেছিলেন এবং তাদের বিয়ের কথাবার্তাও প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল। করিশ্মা মনে মনে ঠিক করেই নিয়েছিলেন যে, তিনি বচ্চন পরিবারে (Bachchan Family) একজন আদর্শ বধূ হিসেবে সংসার সাজাবেন। এমনকি, জয়া বচ্চন (Jaya Bachchan) এবং করিশ্মার মধ্যে (Karishma-Jaya) সম্পর্কও বেশ ভালো ছিল। তবে হঠাৎ করেই ঘটল অপ্রত্যাশিত পরিবর্তন। পাকা কথা হওয়ার ঠিক আগের দিনই জয়া বচ্চনের মনোভাব পাল্টে যায়। যে জয়া একসময় করিশ্মাকে খুব পছন্দ করতেন, তিনি আচমকাই দূরত্ব তৈরি করলেন। গুঞ্জন রয়েছে, জয়া বচ্চন করিশ্মার সামনে এমন এক শর্ত রাখেন, যা করিশ্মার কাছে পুরোপুরি অপ্রত্যাশিত ছিল।
আরও পড়ুন:- Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

গুঞ্জন অনুযায়ী, জয়া বচ্চন করিশ্মাকে বলেছিলেন যে, অভিষেককে বিয়ে করলে তাকে অভিনয় (Acting Career) ছেড়ে দিতে হবে! বলিউডে তার ক্যারিয়ারকে বিদায় জানাতে হবে এবং পুরোপুরি একজন গৃহবধূর ভূমিকা পালন করতে হবে। এই শর্ত শুনে করিশ্মা প্রথমে হতবাক হয়ে যান। তিনি বহুবার জয়া বচ্চনকে (Karishma-Jaya) বোঝানোর চেষ্টা করেন যে, তিনি সংসার এবং ক্যারিয়ার দুটোই সামলাতে পারবেন। কিন্তু জয়া ছিলেন অবিচল। করিশ্মার পক্ষে তার সফল অভিনয়জীবন ছেড়ে দেওয়া সম্ভব ছিল না। তিনি বরাবরই একজন স্বাধীনচেতা নারী, যিনি নিজের ক্যারিয়ারকে অত্যন্ত ভালোবাসতেন। তাই জয়ার শর্ত মেনে নেওয়া তাঁর পক্ষে অসম্ভব ছিল। শেষমেশ, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, বচ্চন পরিবারের বিখ্যাত ‘জলসা’ (Jalsa) বাংলোর ভিতরেই করিশ্মা কান্নায় ভেঙে পড়েন। শোনা যায়, তিনি প্রকাশ্যেই কেঁদে ফেলেছিলেন, কারণ তিনি কখনোই ভাবতে পারেননি যে, এতটা ভালোবাসার পরও তার আর অভিষেকের বিয়ে সম্ভব হবে না।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই ঘটনার পরই তাদের সম্পর্কের ইতি ঘটে (Karishma-Jaya)। দুই পরিবারের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়ে যায়। করিশ্মা পরে ব্যবসায়ী সঞ্জয় কপূরকে (Sunjay Kapur) বিয়ে করেন, যদিও সেই বিয়েও টেকেনি। অন্যদিকে, অভিষেক বচ্চন পরবর্তীকালে বিশ্বসুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্যা রাই (Aishwarya Rai Bachchan)-কে বিয়ে করেন এবং এখন তাঁদের সুখী সংসার।বলিউডে আজও অভিষেক-করিশ্মার ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। অনেকেই মনে করেন, যদি জয়া বচ্চন করিশ্মার ক্যারিয়ার নিয়ে এত কঠোর না হতেন, তাহলে হয়তো আজকের চিত্রটা অন্যরকম হতে পারত। কিন্তু ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে গিয়েছিল। এই প্রেমকাহিনি বলিউডের অন্যতম চর্চিত ও বিতর্কিত (Controversial) সম্পর্কগুলোর মধ্যে একটি হয়ে রয়েছে। যদিও অভিষেক এবং করিশ্মা দুজনেই নিজেদের জীবন নিয়ে এখন ব্যস্ত, তবুও বলিউডপ্রেমীরা মাঝে মাঝেই ফিরে তাকান তাঁদের অতীতের এই সম্পর্কের দিকে!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT