Ram Navami : রামনবমীতে প্রশাসনকে কড়া বার্তা শুভেন্দুর

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রামনবমী (Ram Navami) ঘিরে কলকাতা পুলিশ (Kolkata Police) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma) জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রামনবমীর কথা মাথায় রেখে। বিশেষ করে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাম্প্রতিক হুঁশিয়ারির পর কলকাতা পুলিশ আরও সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ Water Crisis : তীব্র জল সংকট, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

Ram Navami

গ্রীষ্মের চরম দাবদাহে ট্র্যাফিক পুলিশের কর্মদায়িত্বের সময়সীমা কমিয়ে ৬ ঘণ্টা করে দেওয়া হয়েছে। নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন, কলকাতার বর্তমান তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে, যা ট্র্যাফিক পুলিশের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠছে। তাই গরমের কথা মাথায় রেখে সাময়িকভাবে তাদের ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছে। এদিন পার্ক সার্কাস সেভেন পয়েন্টে (Park Circus Seven Point) ৫৫৭ জন ট্র্যাফিক পুলিশ কর্মীদের হাতে সামার কিট তুলে দেওয়া হয়। নগরপাল মনোজ ভার্মার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সিপি ডি পি সিংহ (Additional CP DP Singh) এবং অ্যাডিশনাল সিপি শুভঙ্কর সিনহা সরকার (Additional CP Shubhankar Sinha Sarkar) সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

এই সামার কিটের মধ্যে ছিল—

  • জলের বোতল
    •ওআরএস পাউডার
  • সানগ্লাস
  • ছাতা
Ram Navami

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

রামনবমী (Ram Navami) উপলক্ষে কলকাতা পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে, ধর্মীয় মিছিল (Religious Procession) এবং জনসমাগম এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, গোয়েন্দা বিভাগ (Intelligence Department) পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। তাই কলকাতা পুলিশ প্রতিটি দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে।