Budge Budge: বেআইনি পুকুর ভরাট, পুনরুদ্ধারে প্রশাসন

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লক (Budge Budge) এর ভটকা খালি চক মানিক পঞ্চায়েত (Bhatka Khali Chak Manik Panchayat) অঞ্চলে একটি পুরাতন পুকুর বেআইনিভাবে ভরাট করা হচ্ছিল, যা অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। দীর্ঘ কুড়ি বছরের পুরাতন এই পুকুরটি রাস্তাঘাটের ধারে অবস্থিত, যার পাশে শ্মশান কালিতলা এবং ছোবড়া কারখানা রয়েছে।

আরও পড়ুন: Farmers Training: কৃষকদের আধুনিক প্রশিক্ষণ দিল উদ্যানপালন বিভাগ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে CSE ছাই (CSE Ash) এবং বোল্ডার (Boulder) ব্যবহার করে পুকুরটি ভরাট করা হচ্ছিল। অথচ, প্রশাসনের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি বেশ কিছুদিন ধরে। এলাকাবাসীরা প্রশ্ন তুলছেন, কাদের মদতে এই বেআইনি কাজ প্রকাশ্যে চলছিল? তারা ক্ষোভ প্রকাশ করে জানান, জমির মালিক সৌভিক পড়ে (Souvik Poddar) ওরফে শানু (Shanu), যিনি দাবি করেছেন যে, প্রতি বছর নার্সারি ব্যবসার জন্য (Nursery Business) এখান থেকে মাটি তোলা হয়। তাহলে হঠাৎ করে কেন CSE ছাই এবং বোল্ডার ব্যবহার করে ভরাটের কাজ করা হচ্ছিল? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে গোটা অঞ্চলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন যে, যেকোনো পুকুর বা জলাশয় ভরাট সম্পূর্ণ বেআইনি। তবুও ভেটকা খালি চক মানিক পঞ্চায়েত অঞ্চলে বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ চলছে রমরমিয়ে। দীর্ঘদিন ধরে এখানে বেপরোয়া মাটি কাটা ও পুকুর ভরাট চললেও প্রশাসন নীরব ছিল বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা।

অবশেষে, প্রশাসন এই বেআইনি কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে। বজবজ (Budge Budge) ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জী এবং ব্লকের BDO ও BLRO ঘটনাস্থলে উপস্থিত থেকে পুকুর ভরাটের কাজ বন্ধ করান। এর পাশাপাশি, নোদাখালি থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের করেছে। ব্লক সভাপতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল BLRO-র তরফ থেকেও (By BLRO) এফআইআর করা হবে এবং পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর, এলাকাবাসীরা একজোট হয়ে দাবি তুলছেন যে, পুকুরটি পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। কারণ, এই পুকুর দীর্ঘদিন ধরে এলাকার জলস্তর বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এটি বজবজ ২ নম্বর ব্লক (Budge Budge II Block) এলাকায় বেআইনি জমি ভরাট ও পুকুর দখলের কোনো প্রথম ঘটনা নয়। বেশ কয়েকবার প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর মদতে এমন ঘটনা ঘটে চলেছে। তবে এবার প্রশাসনের কঠোর পদক্ষেপ কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এখন দেখার বিষয়, প্রশাসন সত্যিই এই পুকুরটি পুনরুদ্ধার করে কিনা, নাকি সময়ের সাথে সাথে এই পদক্ষেপ শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।