Siliguri: শিলিগুড়ি আর্ট ফেয়ার ২০২৫! শিল্পের রাজ্যে এক বিশেষ আকর্ষণ

জেলা রাজ্য সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গের শিল্প-সংস্কৃতির প্রাণকেন্দ্র শিলিগুড়িতে (Siliguri) ফের ফিরে আসছে এক অনবদ্য শিল্প মেলা। শিলিগুড়ি আর্ট ফেয়ার ২০২৫ (Art Fair 2025) এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে। গত বছরের অভূতপূর্ব সাফল্যের পর, শিল্পীদের ব্যাপক সমর্থনে এবার এই প্রদর্শনী আরও বড় আকারে অনুষ্ঠিত হবে।

উদ্যোক্তারা জানান, আগামী ২০ থেকে ২৫ মার্চ শিলিগুড়ির বিখ্যাত ভুটিয়া মার্কেট গ্রাউন্ডে (Bhutia Market Ground) (Bhutia Market Ground) অনুষ্ঠিত হবে এই উৎসব। গত বছর যেখানে স্থানীয় চিত্রশিল্পীদের (Painter) উপস্থিতি ছিল, সেখানে এবার উত্তরবঙ্গের নানা কোণ থেকে প্রায় ২০০ জন শিল্পী অংশগ্রহণ করবেন। এর মধ্যে থাকবে ক্যানভাস, ভাস্কর্য, ছবি, পেইন্টিংস, মডেলিং, ডিজিটাল আর্টসহ বিভিন্ন ধরণের শিল্পকর্ম।

আরও পড়ুন:Rhino Census: গরুমারায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ

শিল্পীরা নিজেদের সৃজনশীলতা তুলে ধরার জন্য এই মঞ্চে সমবেত হবেন, যেখানে দর্শকরা উপভোগ করতে পারবেন তাদের শিল্পের নানান রূপ। উদ্যোক্তারা জানান, শিল্পীদের জন্য এটি শুধুমাত্র একটি প্রদর্শনীর মঞ্চই নয়, বরং একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সুযোগও তৈরি করবে। তাছাড়া, এই আর্ট ফেয়ারটি শিলিগুড়ি (Siliguri) এবং উত্তরবঙ্গের শিল্পী মহলের মধ্যে এক নতুন সম্পর্ক স্থাপন করবে, যা দীর্ঘকালীন সাংস্কৃতিক সম্পর্কের পথ প্রশস্ত করবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

আর্ট ফেয়ার ২০২৫ শুধু একটি প্রদর্শনীই নয়, এটি একটি সুযোগ যেখানে স্থানীয় এবং জাতীয় স্তরের শিল্পীরা একত্রিত হয়ে নিজেদের কাজ প্রদর্শন করতে পারবেন। এর মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীরা শিখতে এবং তাদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন।

এই আর্ট ফেয়ার ২০২৫ (Art Fair 2025) এক বিশেষ সুযোগ, যেখানে শিল্প, সংস্কৃতি, এবং সৃজনশীলতার উন্মুক্ত উৎসবে পরিণত হবে শিলিগুড়ি (Siliguri)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT