Fire Accident: বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত কাঠ মিল

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরো: বীরভূমের রামপুরহাট শহরে (Rampurhat, Birbhum) ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Accident)। শহরের ভাড়শালা মোড় (Barshala More) সংলগ্ন একটি কাঠ মিল (Saw Mill) হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে, আর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা মিল চত্বরে। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আগুনের ভয়াবহতা দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বিভাগে (Fire Brigade)।

আরও পড়ুন: Forecast: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর আগমন!

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন (Fire Engine)। দীর্ঘ সময়ের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে (Fire Accident) আনতে সক্ষম হন। তবে, ততক্ষণে মিলের বেশিরভাগ কাঠ এবং কাঠ কাটার যন্ত্রপাতি (Wood Cutting Machinery) সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। মিলের আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। কীভাবে এই ভয়াবহ আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। রামপুরহাট থানার (Rampurhat Police Station) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট (Short Circuit) থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে, তবে অন্য কোনো নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে ঘটনার তদন্ত (Investigation) চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই কাঠ মিলটি দীর্ঘদিন ধরেই চালু ছিল এবং প্রচুর পরিমাণে কাঠ মজুত থাকত এখানে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সময় লাগে। এই অগ্নিকাণ্ডের ফলে আর্থিক ক্ষতির (Financial Loss) পরিমাণও বিশাল বলে মনে করা হচ্ছে। তবে, মিলের ভেতরে কেউ আটকে পড়েছিল কি না, তা নিশ্চিত করতে পুলিশ ও দমকল কর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

নিউজ পোল বাংলার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন (Local Administration) সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে কাঠ মিল, গুদামঘর (Warehouse) এবং অন্যান্য দাহ্য বস্তু সংরক্ষণের জায়গাগুলিতে অতিরিক্ত সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রামপুরহাটের এই ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন করে আগুন-নিরাপত্তার (Fire Safety) বিষয়টিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।