নিউজ পোল ব্যুরো: তমলুক, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে (Tamluk Road Accident) এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন এক সাইকেল আরোহী (Cyclist)। আহত হয়েছেন আরও একজন, যিনি একটি মেশিনভ্যান (Machine Van) চালাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের (Haldia-Mecheda State Highway) ভাণ্ডারবেড়িয়া (Bhandarberia) এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি পণ্য বোঝাই লরি (Goods-Laden Truck) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মেশিনভ্যানটিকে ধাক্কা মারে। এরপরই সেটি পথ চলতি এক সাইকেল আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। দুর্ঘটনার পরপরই জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে (Traffic Blocked)। পরে তমলুক থানার (Tamluk Police Station) পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:- Jhargram: ঝাড়গ্রামে জল সংকট,বিপদে বিদ্যালয়ের পড়ুয়ারা
প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহত সাইকেল আরোহীর পরিচয় এখনও স্পষ্ট নয়। আহত মেশিনভ্যান চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে তমলুক মেডিকেল হাসপাতালে (Tamluk Medical Hospital) ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আশঙ্কাজনক (Critical Condition)। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী অনিমা সামন্ত বলেন, “লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মেশিনভ্যানকে ধাক্কা মারে, তারপর সাইকেল আরোহীকে চাপা দেয়। এরপর চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।” তমলুক থানার এক পুলিশ আধিকারিক জানান, “এই দুর্ঘটনায় (Tamluk Road Accident) একজনের মৃত্যু হয়েছে এবং একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লরিটি অত্যন্ত দ্রুতগতিতে (Over Speeding) চলছিল, যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
দুর্ঘটনার পরপরই লরি চালক সেখান থেকে পালিয়ে যায় (Truck Driver Absconding)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজ চালানো হচ্ছে। এই দুর্ঘটনার (Tamluk Road Accident) ফলে আবারও পথ নিরাপত্তার (Road Safety) গুরুত্ব প্রশ্নের মুখে পড়েছে। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করা হোক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT