KKR vs LSG: রাম নবমীতে নিরাপত্তা দিতে ব্যর্থ কলকাতা পুলিশ, ইডেনে অনিশ্চিত নাইটদের ম্যাচ

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: বছর ঘুরতে না ঘুরতেই আবারও নিরাপত্তার দোহাই দিয়ে ম্যাচসূচী পরিবর্তনের আর্জি কলকাতা পুলিশের। আগামী ৬ এপ্রিল ইডেনে (Eden Gardens) রয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখন‌উ সুপার জায়ান্টস ম্যাচ (KKR vs LSG)। আগেই যে ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। কারণ ঐদিন পড়েছে রাম নবমী (Ram Navami) এবং কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে বঙ্গ ক্রিকেট সংস্থাকে (CAB) জানিয়ে দেওয়া হয়েছিল যে সেই দিন ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা (Security) দিতে পারবেন না তাঁরা। তারপরেও আশাবাদী ছিলেন সি‌এবি এবং কেকেআর কর্তৃপক্ষ। কিন্তু বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে ফের একবার জানিয়ে দেওয়া হল অবস্থা বদলাচ্ছে না। এর আগে আরজি করের ঘটনা নিয়ে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিল হয়েছিল কলকাতা পুলিশের ব্যর্থতার কারণে। ফের একবার এক‌ই ছবি দেখা যাচ্ছে আইপিএলেও। ‘স্কটল্যান্ড ইয়ার্ড’ -এর সঙ্গে তুলনা চলে যে পুলিশ বাহিনীর বারংবার তাদের এহেন সিদ্ধান্তে প্রশ্ন উঠছে ক্রীড়া প্রেমী থেকে সাধারণ মানুষের মনে।

আরও পড়ুন: KKR vs LSG: ইডেনে হচ্ছে না কেকেআর বনাম এল‌এসজি ম্যাচ?

রাম নবমী উপলক্ষ্যে শহর জুড়ে বিভিন্ন জায়গায় নানান ধর্মীয় অনুষ্ঠান এবং শোভাযাত্রা রয়েছে।আর সাম্প্রতিককালে রাম নবমীর অনুষ্ঠান ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক অশান্তির ঘটনাও ঘটতে দেখা গেছে। তাই সব মিলিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচের (KKR vs LSG) জন্য পর্যাপ্ত ফোর্সের ব্যবস্থা করতে পারবেন না তাঁরা। এছাড়া খেলোয়াড় এবং প্রায় পঁয়ষট্টি হাজার দর্শকদের নিরাপত্তার দিকটি‌ও খতিয়ে দেখে ম্যাচটি অন্য কোথাও বা অন্য কোনদিন আয়োজনের আর্জি জানিয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে মঙ্গলবার সি‌এবি সভাপতির সঙ্গে দফায় দফায় বৈঠক হয় কলকাতা পুলিশের আধিকারিকদের। সেখানেই স্পষ্ট করে দেওয়া হয় কোনভাবেই ঐদিন ম্যাচের অনুমতি দেওয়া সম্ভব না তাদের পক্ষে।

এই প্রসঙ্গে বঙ্গ ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি জানিয়েছেন, “পুলিশ পরিস্কার জানিয়ে দিয়েছে তাদের পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব না। সেইক্ষেত্রে ৬৫০০০ দর্শককে সামলানো প্রায় অসম্ভব।“ সি‌এবির তরফে বিসিসিআইকেও বিষয়টি সম্পর্কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিএবি সভাপতি আর‌ও বলেন, “আমরা বোর্ডকে চিঠি দিয়েছি। এখন‌ও সময় আছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। গতবার‌ও রাম নবমীর কারণে ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছিল।“

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আইপিএল (IPL 2025) শুরু হচ্ছে ২২ মার্চ, শনিবার। ইডেনে গতবারের চ্যাম্পিয়ন (Champions) কলকাতা (KKR) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌র (RCB)। যা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এবারে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjeev Goenka) দলের সঙ্গে একবার‌ই খেলবে নাইটরা (Knights)। যে ম্যাচে (KKR vs LSG) লখন‌উকে দেখা যায় মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG) সবুজ-মেরুন জার্সিতে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ম্যাচ ঘিরেও আগ্রহ কম থাকে না। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বদলাতে পারে এই ম্যাচের দিন।