নিউজ পোল ব্যুরো: বিধানসভায় ফের বিক্ষোভ। ওয়াকআউট করল বিজেপি (BJP)। কাগজ ছিঁড়ে আগুন জালিয়ে জানানো হয় প্রতিবাদ। বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়েছে বিজেপি বিধায়করা। বিধানসভার ২ নম্বর গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখানো হয়। এই নিয়ে অধিবেশন শুরু থেকে প্রায় প্রতিদিনই উত্তাল হয়ে রয়েছে বিধানসভা চত্বর।
বুধবার বারুইপুরে শুভেন্দু অধিকারী সভার সময়ে রাজ্যের বিরোধীদলনেতার উপর হামলার অভিযোগ নিয়েই এদিন উত্তাল হয় বিধানসভা। কেন এই হামলা হল, শুভেন্দু অধিকারীর প্রাণহানি হতে পারত। এই প্রশ্নের জবাব চাওয়া হয় বলে সূত্রের খবর। তার পর থেকেই উত্তাল হয়ে ওঠে কক্ষ। কালো পতাকা হাতে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সেই সঙ্গেই বিধানসভার বাইরে কাগজ ছিড়ে ফেরা হয়। এমনকি সেই কাগজে আগুন লাগিয়েও দেখানো হয় বিক্ষোভ। এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালো পতাকা হাতে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। বাইরে বের হয়ে রাস্তায় কুশপুতুলও পোড়ানো হয়। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিধানসভায় অধিবেশের শুরু থেকেই বিরোধী দলনেতার উপর বুধবার হামলা চালানোর অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভে শামিল হল বিজেপি।
আরও পড়ুনঃ Congress: বঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াই নিয়ে কংগ্রেস হাইকমান্ডের বড় নির্দেশ
স্পিকারের সমালোচনা করে বিজেপি (BJP) নেতা শঙ্কর বলেন, “এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বার বার যে কথা বলেন, দলদাস স্পিকার। তাঁর এক চোখ বন্ধ থাকে। এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওঁর বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতার গাড়ির উপর আক্রমণ হয়।” বুধবারে শুভেন্দুর সঙ্গে ঘটা ঘটনা নিয়ে বিজেপি নেতা স্পিকারকে নিশানা করে আরও বলেছেন, “দুষ্কৃতীদের মিলিত আঁতাতে বিরোধী দলনেতা-সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যে ঘটনা ঘটেছে কাল, তা সকলে দেখেছেন। আজ বিরোধী দলের পক্ষ থেকে স্পিকারের সামেন মাথা নীচু করে চেয়ারে বসি। কিন্তু মানুষ হিসেবে স্পিকার সাহেব কতখানি দলদাস, তা বুঝতে পেরেছেন আজ। তাই কাগজ ছিঁড়লেও যেখানে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, দলের নির্দেশে চেয়ারের বিরুদ্ধ আচরণ করে এসেছেন, কথায় কথায় আসনের অবমাননার অভিযোগ তুলেছেন, আজ ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকারের ক্ষমতা হয়নি কিছু করার।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/