নিউজ পোল ব্যুরো: আসছে কালবৈশাখী ঝড়, যা আগামী ২০ থেকে ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে পারে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলা ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর (Meteorological Department) ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কতা জারি করেছে এবং জানিয়েছে, ঝোড়ো হাওয়া প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইতে পারে, ফলে বৃষ্টির সাথে পরিস্থিতি আরও তীব্র হতে পারে।
আরও পড়ুন:Saltlake: রাজনৈতিক উত্তেজনায় সল্টলেক,পোস্টারের পেছনে কী রহস্য?
এই অবস্থায়, ঝড়ের প্রভাব বোঝার জন্য ভারতীয় রেলওয়ে (Indian Railways) নানা প্রস্তুতি নিয়েছে।শিয়ালদহ ডিভিশনের (Sealda Division) ডিআরএম দীপক নিগম, এই দুর্যোগের সময় রেলের (Train) নিয়ম-নীতি মেনে চলার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন।
শিয়ালদহ ডিভিশনের সিনিয়র মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ঝড়ের সময় ট্রেন (Train) চলাচলের গতি কমিয়ে দেওয়া হবে। বিশেষ করে, ঝোড়ো হাওয়ার সময় লোকাল ট্রেনের (Train) গতি হাওয়ার তীব্রতার উপর নির্ভর করে কমানো হবে। রেলওয়ের পক্ষ থেকে সতর্কতা নেওয়া হয়েছে, যেন ঝড়ের সময় ওভারহেড তার বা অন্য যন্ত্রাংশের কোনো ক্ষতি না হয়। বজ্রপাতের ফলে সিগন্যালিং (Signaling) বা অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কোনো ক্ষতি না হয়, তার জন্য রেলওয়ে ব্যবস্থা (Railway system) গ্রহণ করেছে এবং নিয়মিত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এছাড়া, রেললাইনের পাশের গাছপালা এবং ডালপালা কাটার নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঝড়ের সময়ে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা (Precautionary measures) হিসেবে, রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে ট্রেনের চলাচলে কোনো বিঘ্ন যাতে না ঘটে, সেই লক্ষ্যে কড়াকড়ি বিধি গ্রহণ করা হবে। আগামী কয়েকদিনে কালবৈশাখী ঝড়ের কারণে রেলের প্রতিক্রিয়া এবং ব্যবস্থা নজর রাখতে হবে যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT