নিউজ পোল ব্যুরো: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন শিলিগুড়ি (Siliguri) পুরনিগম (Siliguri Municipal Corporation) এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। শহরের সমস্ত সাইনবোর্ড (Signboard) ও হোর্ডিংয়ে (Hoarding) বাংলা ভাষা লেখা বাধ্যতামূলক করা হয়েছে। এরপর ৫ মার্চ পুরনিগমের মাসিক বোর্ড মিটিংয়ে (Board Meeting) এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় এবং পরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি (Official Notice) জারি করা হয়।জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শিলিগুড়ির সমস্ত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিপণন কেন্দ্র (Shopping Mall), রেস্তোরাঁ (Restaurant), হোটেল (Hotel), হাসপাতাল (Hospital), ডায়াগনস্টিক সেন্টার (Diagnostic Center) সহ সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের (Commercial Establishment) সাইনবোর্ড বা হোর্ডিংয়ে অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষা লেখা বাধ্যতামূলক। শুধুমাত্র ইংরেজি (English) বা হিন্দি (Hindi) বা অন্য ভাষায় লেখা সাইনবোর্ড গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন:- Gorumara Rhino Census: গরুমারায় দেখা মিলল আরও ৬টি নতুন গন্ডারের

পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর করা হবে। সমস্ত প্রতিষ্ঠানকে এই সময়ের মধ্যে তাদের সাইনবোর্ড ও হোর্ডিং পরিবর্তন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর না হলে প্রশাসন (Administration) আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের মেয়র গৌতম দেব (Mayor Gautam Deb) জানিয়েছেন, বাংলা ভাষার ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিলিগুড়ি শহরকে (Siliguri City) “City of Diversity” বলা হয়, কারণ এখানে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ বসবাস করেন। তবে বাংলাকে গুরুত্ব দিয়ে অন্য ভাষাগুলিও থাকবে, তবে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বামফ্রন্ট নেতা মুন্সি নরুল ইসলাম (Left Front Leader Munshi Nurul Islam) এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, “আমরা বিরোধী আসনে থাকলেও এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য যথাযথ সহযোগিতা করব। বাংলা ভাষার প্রচার ও সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব।” অন্যদিকে, বিজেপি নেতা নান্টু পাল (BJP Leader Nantu Paul) বাংলা ভাষার ব্যবহার নিয়ে কোনো আপত্তি নেই বলে জানালেও, পুরনিগমের একনায়কতান্ত্রিক (Autocratic) মনোভাবের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধীদের মতামত না নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা আমরা সমর্থন করি না।” শিলিগুড়ি (Siliguri) পুরনিগম ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রস্তুতি শুরু করেছে। বিভিন্ন ওয়ার্ড (Ward) পর্যায়ে পরিদর্শন করা হবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT