নিউজ পোল ব্যুরো: করোনা ভাইরাস বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম কানুনও। কোভিড (Covid 19) অতিমারীর কারণে নিষিদ্ধ করা হয়েছিল বোলারদের বলে থুতু লাগানোর নিয়ম। এখন বিপদের মেঘ কেটে গিয়েছে। তাও পেস বোলাররা রিভার্স সুইংয়ের (Reverse Swing) জন্য বলে থুতু লাগাতে পারেন না। তবে আসন্ন আইপিএলে (IPL 2025) নিষেধাজ্ঞা উঠে গিয়ে ফিরে এল সেই নিয়ম। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে এই খবর সামনে এসেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সেই নিয়েই আলোচনায় বসেছেন আইপিএল দলগুলির অধিনায়করা।
আরও পড়ুনঃ ইডেন থেকে সরতে পারে KKR vs LSG_20250306_073005_0000
বলে থুতু লাগানোর নিয়ম পুনরায় ফিরিয়ে আনার জন্য সম্প্রতি আইসিসির কাছে অনুরোধ জানিয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) চলাকালীন এক সাক্ষাৎকারে এই অনুরোধ জানান শামি। তিনি বলেন, “রিভার্স সুইং করার চেষ্টা করছি আমরা। কিন্তু তার জন্য তো বলে থুতু লাগাতে হবে। তাই আইসিসির কাছে বারবার অনুরোধ করছি। ” যোগ করেন, “বোলারের কাছে রিভার্স সুইংয়ের মত অস্ত্র না থাকলে পুরনো বলে ব্যাটারদের আউট করা কঠিন।”

আইসিসির তরফে অবশ্য শামির আর্জির প্রেক্ষিতে কিছু জানায়নি। তবে বিসিসিআই যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেছে বিষয়টি। আর শেষপর্যন্ত আসন্ন আইপিএলেই (IPL 2025) ফিরে এল বলে থুতু লাগানোর নিয়মটি। সূত্রের খবর, বৃহস্পতিবার আইপিএলের ক্যাপ্টেন্স মিটে ১০টি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ককে বিষয়টি জানানো হয়েছে। তারপর সর্বসম্মতিক্রমে তুলে নেওয়া হয়েছে বলে থুতু লাগানোর নিষেধাজ্ঞাটি।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বোর্ডের এক সূত্র জানিয়েছিল, কোভিডের আগে বলে থুতু লাগানো যেত। অতিমারীর সময় তা নিষিদ্ধ করা হয়। তবে সংক্রমণের ভয় এখন আর নেই। তাই আইপিএলে যদি এই নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। সূত্রটি আরও জানিয়েছে, এই আইপিএল (IPL 2025) থেকেই বলে থুতু লাগানোর নিয়ম ফিরে আসা উচিত। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, বৃহস্পতিবারই হয়ত এই নিয়ম ফিরিয়ে আনার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। মনে করা হচ্ছে যে আইপিএলে এই নিয়ম ফিরে আসায় অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও তুলতে পারে নিষেধাজ্ঞা।