Rajasthan Royals: শেষ মুহূর্তে বড় পরিবর্তন রয়্যালসদের

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইপিএল (IPL 2025) শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। ২৩ তারিখ‌ই মাঠে নামছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। তার ঠিক তিনদিন আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল রাজস্থান টিম ম্যানেজমেন্ট। তবে পুরো টুর্নামেন্টের জন্য নয়। সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে প্রথম তিনটি ম্যাচে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রিয়ান পরাগকে (Riyan Parag)।

আরও পড়ুন: KKR vs LSG: রাম নবমীতে নিরাপত্তা দিতে ব্যর্থ কলকাতা পুলিশ, ইডেনে অনিশ্চিত নাইটদের ম্যাচ

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন যদিও শুরু থেকেই খেলবেন। তবে শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে। উইকেট কিপিং করবেন না তিনি। সম্ভবত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হবে তাঁকে। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের সমাজ মাধ্যমে এক ভিডিওবার্তায় এই খবর জানিয়েছেন অধিনায়ক সঞ্জুই।

গত ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ডানহাতের তর্জনীতে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। অস্ত্রোপচার‌ও হয়। যদিও দ্রুত সেরে উঠেছেন তিনি। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে ব্যাটিংয়ের ছাড়পত্র‌ মিললেও উইকেট কিপিংয়ের ছাড়পত্র এখন‌ও দেওয়া হয়নি তাঁকে। কারণ কিপিংয়ের সময় এখনও বেশ অস্বস্তি অনুভব করছেন ভারতীয় উইকেট রক্ষক। রাজস্থানের (Rajasthan Royals) প্রথম তিন ম্যাচের (হায়দ্রাবাদ, কলকাতা এবং চেন্নাই ম্যাচ) পর আরেকটি ফিটনেস টেস্ট দিতে হবে তাঁকে। তাতে পাশ করলে তবেই কিপিংয়ে ছাড়পত্র দেওয়া হবে সঞ্জুকে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ভিডিও বার্তায় সঞ্জু বলেছেন, “আমি এখনও পুরোপুরি ফিট নই। দলে অনেকেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। বিগত কয়েক বছরে অনেকেই তৈরি হয়ে গিয়েছে। শুরুর তিনটি ম্যাচ রিয়ান নেতৃত্ব দেবে। আশা করি সকলে ওকে সমর্থন করবেন।” আইপিএলে নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে আসামের অধিনায়ক থেকেছেন রিয়ান পরাগ। রাজস্থান কর্তৃপক্ষ আশাবাদী আইপিএলে‌ও অসুবিধা হবে না তাঁর।