ওগো কাজল নয়ণা হরিণী…. জেনে নিন কাজল পড়ার সঠিক কৌশল

রূপচর্চা

নিউজ পোল ব্যুরো,কলকাতা: দামি দামি কাজল কেনার পরেও চোখে থাকছে না দীর্ঘক্ষণ? তবে এবার আর বাকি সবার মতন করবেন না। সঠিক কৌশলে কাজল পরে কমা দামেই করুন বাজিমাত।

আসলে কাজল পড়ার ধরনের ওপর নির্ভর করে তা কতক্ষণ আপনার চোখে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই সকলে একই ভুল করে থাকেন আর সেই কারণেই অল্প কিছুক্ষণের মধ্যেই মুছে যায় কাজল। অনেকে আবার যতই ভালো করে কাজল পড়ুন না কেনও রাস্তায় বেরোনোর সঙ্গে সঙ্গেই ঘেটে যায়। কেনও হয় জানেন এমন? আপনার কাজল বাছার ভুলেই!

হালকা সাজ হোক অথবা গর্জিয়াস, মেয়েরা কাজল পড়তে ভালবাসেন সবসময়েই। কাজল দেওয়া অপরূপ চোখ নজর কাড়ে সবসময়। কাজল চোখে একজন নারীর সৌন্দর্য যেন ফুটে উঠে দ্বিগুণভাবে। কিন্তু এই কাজল দেওয়ার পর সমস্যা হল কাজল ছড়িয়ে যাওয়া। কাজল নিয়ে এই একই অভিযোগ কমবেশি সব মেয়ের।

কাজল ছড়িয়ে গেলে তা চোখের চারপাশ কালো করে, যার ফলে নষ্ট হয় গোটা সাজ। কাজল ঘটলে ডার্ক ইফেক্ট এনে দেয় যে সমস্যা বেশি দেখা যায় গরমের দিনে। কারণ এ সময় চোখের নিচে জমে ঘামে, সেই সঙ্গে পুরো মুখ তৈলাক্ত হওয়ায় ঘটে কাজল। এছাড়াও যাদের চোখে কাজল দেওয়ার সময় বেশি পলক পড়তে থাকে, তাঁদের চোখে কাজল বেশি ছড়ায়।

আসুন আগে জেনে নিন কিভাবে বুঝবেন কোন কাজলটা আপনার জন্য সঠিক …..

প্রথমে আপনার চোখের রঙকে খেয়াল করে গুরুত্ব দিন সঠিক শেডে। বাছুন ফর্মুলা।

প্রথমেই আপনাকে যে কাজ করতে হবে তা হল- দামের ভিত্তিতে নয় মানের ভিত্তিতে প্রোডাক্ট খুঁজতে হবে। রোগ সংক্রমণ থেকে বাঁচতে ভালো মানের প্রোডাক্ট খুঁজতে হবে আপনাকে। বেশিরভাগ বিজ্ঞাপনেই আমরা সুন্দরী মডেলদের পেন্সিল কাজল ব্যবহার করতে দেখি কিন্তু আপনি ভুলেও এ কাজ করবেন না। দীর্ঘক্ষণ পরে থাকার জন্য তা একেবারেই উপযুক্ত নয়। পেনসিল কাজল না পরাই ভালো।

যদি কাজল একটু লিকুইড বা তৈলাক্ত ধরনের হয় তবে কাজল দেওয়ার ব্রাশ দিয়ে ম্যাট ফিনিশ করতে হবে। চিকন আইশ্যাডোর পর কালো আইশ্যাডো দিয়ে নিন। এতে কাজলের তৈলাক্ত ভাব চলে গিয়ে তা দীর্ঘস্থায়ী হবে। সেই সঙ্গে চোখে স্মোকিভাব এসে চোখকে আরও আকর্ষণীয় করে তুলবে।

কখনো বা ‘কাজল কালো চোখে’ ম্যাজিক্যাল ঝলকানি আনতে গিয়ে অনেকেই ব্যবহার করেন গ্লিটারি বা শিমারি। এখন থেকে তা আর করবেন না। এগুলি ব্যবহারের ফলে ভবিষ্যতে মারাত্মক বিপদে পরতে পারেন আপনি। এটি আপনার চোখের জন্য ভীষণ ক্ষতিকারক।

যদি আপনার চোখে তবে একটুতেই জল আসে তবে বুঝে নিন আপনার চোখে সংবেদনশীলতা স্বাভাবিকের চেয়ে বেশি। এক্ষেত্রে চোখে প্রাকৃতিক বা অর্গ্যানিক কাজল লাগানোর চেষ্টা করুন। কাজল ছড়িয়ে যাওয়া এড়াতে দিনের বেলা হালকা করে কাজল দিন। আর রাতের বেলায় গাঢ় করে কাজল লাগান।

নিজের পছন্দ মতন রঙ বাছতে পারেন তাতে কোনও সমস্যা নেই। কালোর পরিবর্তে ব্রাউন বা লাইট ব্রাউন শেড ব্যবহার করতে পারেন। এই ধরনের কাজল পরলে আপনার চোখ দেখতে বড় লাগে। কাজেই যাদের চোখ স্বাভাবিকের চেয়ে ছোটো, তাঁরা নিঃসন্দেহে এভাবে কাজল পরে নিজেকে অনেক বেশি সুন্দর দেখাতে পারেন।