IPL 2025: বদলে যাচ্ছে যেসব নিয়ম

breakingnews আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আগামী ২২ তারিখ থেকে ঢাকে কাঠি পড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম সংস্করণের (IPL 2025)। প্রথম ম্যাচে ইডেনে যুযুধান দুই প্রতিপক্ষ কেকেআর এবং আরসিবি (KKR vs RCB)। তার আগে বৃহস্পতিবার ১০ দলের অধিনায়ককে নিয়ে প্রথা মাফিক মিটিংয়ে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যা ‘ক্যাপ্টেন্স মিট’ (Captain’s Meet) নামে পরিচিত। যেখানে আসন্ন আইপিএলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত‌ও নেওয়া হল।

আরও পড়ুন: IPL 2025 : শামির দাবিতে মান্যতা বোর্ডের, ফিরল বলে থুতু লাগানোর নিয়ম

বৃহস্পতিবার আইপিএল ২০২৫ (IPL 2025) নিয়ে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বুঝিয়ে দেওয়া হয়েছে অধিনায়ক এবং টিম ম্যানেজারদের সেগুলি হল —

১. বলে থুতুর ব্যবহার (IPL 2025):

রিভার্স স্যুইং পাওয়ার আশায় বলে লালার ব্যবহার করেন জোরে বোলাররা। কিন্তু অতিমারীর সময় থেকে যা নিষিদ্ধ করা হয়েছিল। ফলে অসুবিধায় পড়ছিলেন পেসাররা। করোনা পরিস্থিতি এখন অতীত কিন্তু আইসিসির নিয়ম পরিবর্তন হয়নি। যা নিয়ে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) চলাকালীন এক সাক্ষাৎকারে পুনরায় ওই নিয়ম ফিরিয়ে আনার অনুরোধ জানান ভারতীয় পেস তারকা মহম্মদ শামি। তিনি বলেন, “রিভার্স সুইং করার চেষ্টা করছি আমরা। কিন্তু তার জন্য তো বলে থুতু লাগাতে হবে। তাই আইসিসির কাছে বারবার অনুরোধ করছি পুরনো নিয়ম ফিরিয়ে আনার।“ তাঁর পাশে দাঁড়ান প্রাক্তন থেকে দেশ-বিদেশের অন্যান্য পেসাররাও। এবার তাঁর সেই দাবিকেই মান্যতা দিল বিসিসিআই। আসন্ন আইপিএল থেকেই বলে পুনরায় লালা ব্যবহার করতে পারবেন বোলার এবং ফিল্ডাররা। কোন বাধা থাকছে না থুতু ব্যবহারের ক্ষেত্রে।

২. দ্বিতীয় ইনিংসে দু’বার নতুন বল (IPL 2025):

এবারে আর‌ও একটি নতুন নিয়ম আসতে চলেছে আইপিএলে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় ইনিংসে দু’বার নতুন বল নিতেপারবে দলগুলি। শিশিরের প্রভাব দূর করার জন্য‌ই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। দ্বিতীয় ইনিংসে ১১ ওভারের পর থেকে নতুন দ্বিতীয় বল ব্যবহার করা যাবে। ফলে টস জিতে ফিল্ডিং নিলেও তা খুব একটা এগিয়ে রাখবেন না টসজয়ী অধিনায়ককে। অধিকাংশ সময়‌ই দেখা যায় শিশিরের কারণে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন অধিনায়করা। এই বিষয়টির প্রভাব কমিয়ে দুই দলের মধ্যে আর‌ও বেশি প্রতিযোগিতা আনার জন্য‌ই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে পুরো বিষয়টিই আম্পায়ারদের উপর ছেড়েছে বোর্ড। বল পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আম্পায়াররাই। শিশিরের পরিমাণ দেখে পরিস্থিতি বিচার করে নতুন বল নেওয়ার অনুমতি দেবেন তাঁরা। এই নিয়ম শুধুমাত্র সন্ধ্যাকালীন ম্যাচগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বিকেলের ম্যাচগুলিতে এই নিয়ম লাগু হবে না।

৩. স্লো-ওভার রেটের জন্য থাকছে না কোন নির্বাসন (IPL 2025):

বৃহস্পতিবার যেসব নতুন শর্ত এনেছে বিসিসিআই তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল স্লো-ওভার রেটের জন্য আর কোন ম্যাচ নির্বাসিত করা হবে না অধিনায়কদের। পরিবর্তে তাদের ডিমেরিট পয়েন্ট দিয়ে শাস্তি দেওয়া হবে। একমাত্র চূড়ান্ত পর্যায়েই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। অপরাধের তীব্রতার উপর ভিত্তি করে অধিনায়কদের ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। এই ডিমেরিট পয়েন্টগুলি তিন বছরের জন্য বহাল থাকবে।লেভেল ১ অপরাধের জন্য ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি এবং ডিমেরিট পয়েন্ট ধার্য করা হবে যা পরবর্তী তিন বছরের জন্য বহাল থাকবে। লেভেল ২ অপরাধের ক্ষেত্রে চারটি ডিমেরিট পয়েন্ট গণনা করা হবে। প্রতি ৪টি ডিমেরিট পয়েন্টের জন্য ম্যাচ রেফারি ১০০ শতাংশ পর্যন্ত জরিমানা অথবা অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট আরোপ করতে পারেন। এই ডিমেরিট পয়েন্টগুলি ভবিষ্যতে ম্যাচ নির্বাসনের সম্ভাবনা তৈরি করতে পারে। একটি সূত্র জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আইপিএলে স্লো ওভার রেটের জন্য বেশ কয়েকজন অধিনায়ক ম্যাচ নির্বাসনের শাস্তি ভোগ করেছেন। গত মরশুমে ঋষভ পন্থ এই কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে পারেননি। অন্যদিকে এক‌ই কারণে মুম্ব‌ই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ড্য‌ও এবারের আইপিএলে তাদের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারবেন না। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে বিসিসিআইয়ের কাছে এই নিয়ম পরিবর্তনের আবেদন জানানো হয়েছিল। যা মেনে নিয়েছে বিসিসিআই।

৪. ইমপ্যাক্ট প্লেয়ার রুল থাকছে (IPL 2025):

এখন‌ই বাতিল করা হচ্ছে না ইমপ্যাক্ট প্লেয়ার নীতি। ২০২৭ সালের পর এই বিষয়ে পর্যালোচনা করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সাল থেকে চালু হয়েছিল এই ইমপ্যাক্ট প্লেয়ার রুল। যার মাধ্যমে একটি ম্যাচে একজন খেলোয়াড়ের বদলে আরেকজন খেলোয়াড়কে খেলাতে পারে দলগুলি। তবে এই নিয়মে শুরু থেকেই বিতর্ক রয়েছে। ক্রিকেটার থেকে বিশেষজ্ঞদের একাংশের মতে এই নিয়মের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অলরাউন্ডাররা। সম্প্রতি যা নিয়ে মুখ খোলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং আইপিএলে তাঁর দলের অধিনায়ক হার্দিক পান্ড্য‌ও। কিন্তু এখন‌ই বাতিল হচ্ছে না এই নিয়ম।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

৫. ওয়াইড বলের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার (IPL 2025):

গত মরশুম থেকেই আইপিএলে একজন খেলোয়াড় ওয়াইড বা নো বলের ক্ষেত্রে অনফিল্ড আম্পায়ারদের দেওয়া যেকোন সিদ্ধান্তের ক্ষেত্রে ডিআর‌এস ব্যবহার করতে পারেন। এবারে আর‌ও সুবিধা দেওয়া হচ্ছে দলগুলিকে। এবার থেকে উচ্চতার কারণে এবং অফস্টাম্পের বাইরের বলে যে ওয়াইড হয় সেগুলির ক্ষেত্রে‌ও অনফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন অধিনায়করা। সেক্ষেত্রে ডিআরএস নেওয়া হলে, হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেবেন তৃতীয় আম্পায়ার।