Road Accident: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত ৪

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: হাওড়ার নিবেদিতা সেতুর (Nivedita Setu) কাছে শুক্রবার ভোররাতে ঘটে গেল এক ভয়ংকর সড়ক দুর্ঘটনা (Road Accident)। টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল একটি ছোট চার চাকার গাড়ি। এই গাড়িতে থাকা ছয়জন শ্রমিক (Workers) সেতুর রেলিং পেরিয়ে প্রায় ৪০ ফুট নিচে রাস্তার ওপর পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের, আর বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন: Recruitment Scam: অভিযুক্ত তালিকা থেকে বাদ পার্থর জামাই

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ হাবরা (Habra) থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মালপত্র বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। তারা একটি ছোট পিকআপ ভ্যানে করে কাপড় নিয়ে রওনা দেন। তবে গাড়ির ভেতরে জিনিসপত্র থাকায় ছয়জন শ্রমিক গাড়ির ছাদে (Roof) বসেছিলেন। হঠাৎ লালবাড়ির সামনে এসে ঘটে বিপত্তি। চলন্ত অবস্থায় গাড়ির একটি টায়ার ফেটে যায়, ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ভারসাম্য হারিয়ে গাড়িটি রাস্তায় উল্টে যায়। এতে গাড়ির ওপরে বসে থাকা ছয়জন সোজা নিবেদিতা সেতুর রেলিং (Bridge Railing) পেরিয়ে নিচে পড়ে যান। প্রায় ৪০ ফুট নিচের কংক্রিটের রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক আঘাত পান তাঁরা। দুর্ঘটনার শব্দ শুনে দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় বালি থানার পুলিশ ও উদ্ধারকারী দল (Rescue Team)। আহতদের দ্রুত উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে চিকিৎসকরা সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করেন (Declared Dead)। বাকি দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় (Critical Condition) তাঁদের অন্য হাসপাতালে রেফার করা হয়। বালি থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত ওজন (Overload) এবং গাড়ির অস্বাভাবিক গতিই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মৃতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তকরণের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এমন মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ গাড়ির নিরাপত্তা ব্যবস্থা (Safety Measures) নিয়ে প্রশ্ন তুলেছেন। পণ্যবাহী গাড়িতে যাত্রী বহনের নিয়ম নিয়ে পুলিশের কড়া নজরদারির দাবিও উঠেছে।
এই দুর্ঘটনা আরও একবার পথ নিরাপত্তা এবং যানবাহনের নিয়মাবলীর (Traffic Regulations) গুরুত্বকে সামনে তুলে এনেছে। পুলিশ ইতিমধ্যেই গাড়িটির চালক এবং মালিকের খোঁজ চালাচ্ছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এমন মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ গাড়ির নিরাপত্তা ব্যবস্থা (Safety Measures) নিয়ে প্রশ্ন তুলেছেন। পণ্যবাহী গাড়িতে যাত্রী বহনের নিয়ম নিয়ে পুলিশের কড়া নজরদারির দাবিও উঠেছে।
এই দুর্ঘটনা আরও একবার পথ নিরাপত্তা এবং যানবাহনের নিয়মাবলীর (Traffic Regulations) গুরুত্বকে সামনে তুলে এনেছে। পুলিশ ইতিমধ্যেই গাড়িটির চালক এবং মালিকের খোঁজ চালাচ্ছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।