Panskura: পাঁশকুড়ায় উন্নয়নের ছোঁয়া, খরচ আড়াই কোটি

জেলা রাজ্য

মিলন পণ্ডা: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া (Panskura) ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। ‘ফুলের শহর’ নামে পরিচিত এই অঞ্চল তার সুপরিচিত ফুলচাষ ও রপ্তানির জন্য বিখ্যাত। প্রতিবছর দেশ-বিদেশের বহু পর্যটক এখানে আসেন ফুলের বাগান ঘুরে দেখতে এবং সরাসরি চাষিদের থেকে ফুল কেনার অভিজ্ঞতা নিতে। তবে দীর্ঘদিন ধরেই এক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা।

আরও পড়ুন: Road Accident: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত ৪

এই সমস্যা সমাধানে পাঁশকুড়া পুরসভা (Panskura Municipality) উদ্যোগ নিয়েছে এক বিশাল রাস্তা সংস্কার প্রকল্পের। প্রায় ২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে পাঁশকুড়ার পিডব্লুডি মাঠ থেকে চাঁপাডালি মোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজ শুরু হয়েছে। প্রায় এক দশক আগে শেষবার এই রাস্তা সংস্কার করা হয়েছিল। তবে বছর যেতে না যেতেই রাস্তার বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। ধুলোমাখা ও এবড়োখেবড়ো এই রাস্তায় চলাফেরা করা দুষ্কর হয়ে উঠেছিল। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা জলমগ্ন হয়ে পড়ত, ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হত।

 Panskura

এলাকার অন্যতম প্রধান আকর্ষণ ফুলের গ্রাম দোকান্ডা এই রাস্তা দিয়েই সংযুক্ত। ফলে পর্যটকদের আনাগোনার ক্ষেত্রেও এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেহাল রাস্তার কারণে পর্যটকরা নিজেদের গাড়ি বা পরিবহন নিয়ে আসতে দ্বিধাগ্রস্ত হতেন, যা ফুলচাষিদের জন্যও সমস্যার সৃষ্টি করত। কারণ ধুলোয় ফুলের গুণগত মান নষ্ট হয়ে যেত। ২০২৪ সালে পাঁশকুড়ার (Panskura) জন্দড়া এলাকায় ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই শুধুমাত্র রাস্তা সংস্কার নয়, পুরসভার তরফ থেকে পাকাপোক্ত কংক্রিটের নদী বাঁধ (Concrete River Embankment) নির্মাণের কাজও শুরু হয়েছে। বাঁধ তৈরি হয়ে গেলে ওই অঞ্চলে বন্যার আশঙ্কা অনেকটাই কমবে এবং রাস্তার স্থায়িত্বও নিশ্চিত হবে।

এই রাস্তার সংযোগে রয়েছে পাঁশকুড়া (Panskura) গার্লস হাই স্কুল, চাঁপাডালি হাইস্কুল-সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী ও শিক্ষকেরা এই রাস্তা ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় রাস্তার কারণে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পাশাপাশি ভবানীপুর, তিলন্দপুর , চাঁপাডালি সহ আশপাশের গ্রামের মানুষেরও এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। তাই এই রাস্তার উন্নয়ন শুধুমাত্র পর্যটনের ক্ষেত্রেই নয়, স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁশকুড়া পুরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র (Nandakumar Mishra) জানান, “এই রাস্তা সংস্কারের দাবি বহুদিনের। এলাকাবাসী ও পর্যটকরা দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তাই আমরা প্রায় ২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি। রাস্তার পাশে বেশ কয়েকটি স্কুল এবং পর্যটনকেন্দ্র রয়েছে, ফলে এটি পুনরায় ঠিক হলে সকলের সুবিধা হবে। পাশাপাশি পর্যটকদের সংখ্যাও বাড়বে, যা স্থানীয় অর্থনীতির জন্যও ইতিবাচক হবে।”

Panskura

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

প্রসঙ্গত, পাঁশকুড়া (Panskura) পুরসভা শুধু এই একটি রাস্তার সংস্কার করেই থেমে থাকতে চায় না। ভবিষ্যতে শহরের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষত যেগুলি ফুলের গ্রামগুলোর সঙ্গে সংযুক্ত, সেগুলোর উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পর্যটনের প্রসারে আরও আধুনিক পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পাঁশকুড়া শুধুমাত্র ফুলের জন্য নয়, উন্নত পরিকাঠামোর জন্যও পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।