নিউজ পোল ব্যুরো: বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত ছোট-বড় গ্রহাণু (Asteroid) বিচরণ করে। তবে কিছু কিছু গ্রহাণু পৃথিবীর এতটাই কাছাকাছি চলে আসে যে বিজ্ঞানীরা সেগুলোর গতিবিধির ওপর বিশেষভাবে নজর রাখেন। এমনই এক বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করতে চলেছে। গ্রহাণুটির নাম Asteroid 2014 TN 17। বিজ্ঞানীদের গণনা অনুসারে, ২৬ মার্চ বিকেল ৫টা ৪ মিনিটে (IST) এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে। তবে স্বস্তির বিষয় হলো, এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটাবে না। গ্রহাণুটি ৫০ লাখ কিলোমিটার দূর দিয়ে আমাদের গ্রহকে পাশ কাটিয়ে যাবে, যা পৃথিবী ও চাঁদের মধ্যকার গড় দূরত্বের প্রায় ১৩ গুণ বেশি। অর্থাৎ এটি আমাদের জন্য সরাসরি কোনও হুমকি নয়, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন: Panskura: পাঁশকুড়ায় উন্নয়নের ছোঁয়া, খরচ আড়াই কোটি
Asteroid 2014 TN 17 আকারের দিক থেকে অত্যন্ত ভয়ংকর। বিজ্ঞানীরা বলছেন, এর দৈর্ঘ্য ৫৪০ ফুট, যা প্রায় ভারতের ঐতিহাসিক তাজমহলের সমান। শুধু আকারেই বিশাল নয়, এর গতি আরও বেশি আতঙ্কজনক। এই গ্রহাণুটি (Asteroid);প্রতি ঘণ্টায় ৭৭,২৮২ কিলোমিটার বেগে মহাকাশে এগিয়ে চলেছে। এই বিপুল গতিবেগের কারণে এটি মহাকাশের বিভিন্ন বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে, যা এর কক্ষপথে পরিবর্তন আনতে পারে। এই গ্রহাণুটি “অ্যাপলো ক্লাস” (Apollo Class Asteroid)-এর অন্তর্ভুক্ত। অ্যাপলো শ্রেণির গ্রহাণুগুলো এমন কক্ষপথে (Orbit) ঘোরে যা পৃথিবীর কক্ষপথকে (Earth Orbit) অতিক্রম করে। সাধারণত এরা নিরাপদেই চলে যায়, কিন্তু সামান্য কক্ষপথের পরিবর্তন ঘটলে বিশাল বিপর্যয়ের আশঙ্কা থাকে।
কীভাবে পরিবর্তন ঘটতে পারে কক্ষপথে?
- মহাকাশে থাকা জঞ্জাল বা ধূলিকণা এর গতিপথ বদলে দিতে পারে।
- বৃহস্পতি বা অন্য বড় গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির কক্ষপথ পরিবর্তন করতে পারে।
- অন্য কোনও মহাকাশীয় বস্তুর সঙ্গে সংঘর্ষ হলেও এটি পৃথিবীর দিকে ধাবিত হতে পারে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
যদিও এই গ্রহাণু সরাসরি পৃথিবীর জন্য হুমকি নয়, তবুও বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এ ধরনের গ্রহাণুর কক্ষপথ পরিবর্তিত হলে তা বিপজ্জনক হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে আরও এমন অনেক গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি আসতে পারে। যদিও বেশিরভাগই নিরাপদে চলে যায়, তবে গ্রহাণুর গতিবিধি ট্র্যাক করা (Asteroid Tracking) অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহাণুর গতিবিধি নিয়ে আগ্রহী বিজ্ঞানীরা নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছেন। Asteroid 2014 TN 17 এই মুহূর্তে বিপজ্জনক না হলেও, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে আমাদের আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন।