RG Kar: আরজি করের নিরাপত্তা রক্ষীদের তলব CBI-এর

breakingnews

নিউজ পোল ব্যুরো: আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় সিবিআই দফতরে তলব হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের নিরাপত্তা কর্মীদের। সেই মতো শুক্রবার দুপুরে সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে আসেন আরজিকর হাসপাতালের ৮ জন নিরাপত্তারক্ষী। সিবিআই সূত্রে খবর, ৮ আগস্টের রাতে ঘটনার সময় ও তারপরে কি কি হয়েছিল সেই সম্পর্কে নতুন তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করার জন্য নিরাপত্তারক্ষীদের তলব করা হয়। তাদেরকে জিজ্ঞাসবাদ করা হয়। ওই রাতে সঞ্জয় রায়ের গতিবিধি কি ছিল। ৮ আগস্ট রাতে কি কি ঘটনা ঘটেছিল পাশাপাশি পরের দিন সকাল পর্যন্ত ঘটনাস্থলে কারা কারা যাতায়াত করেছে ও তারপরে কি কি হয়েছিল সেই সম্পর্কে বিশদে জানতে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর।

কি জানতে চেয়েছেন সিবিআই কর্তারা সেই সম্পর্কে প্রশ্ন করা হলে এক নিরাপত্তারক্ষী জানান, “ঘটনা নিয়ে আরও কিছু জানার ছিল সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।” তবে ভিতরে কি কি প্রশ্ন করা হয়েছে তা নিয়েই মুখ খোলেননি কেউ। তদন্তের স্বার্থে কিছু বলতে পারবেন না বলেই জানিয়েছেন জানিয়েছেন। তবে সিজিও-তে আসা নিরাপত্তরক্ষীর কথা শুনে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে ওই দিন রাতে অভিযুক্ত সঞ্জয় রায়ের গতিবিধি নিয়ে জানতে চাওয়া হয়েছে। এখন এটাই প্রশ্ন উঠছে শীর্ষ আদালতের রায়ে আরজি কর মামলা কলকাতা হাই কোর্টে শুনানির নির্দেশের পর নতুন কোনও মোড় নেবে কিনা। আরও অজানা কোনও তথ্য সামনে আসবে কি? এই চর্চাই শুরু হয়েছে সব মহলেই।

আরও পড়ুনঃ High Court Judge: বিচারপতির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হতেই বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, দীর্ঘ সাত মাস পর মেয়ের মৃত্যুর শংসাপত্র পেয়েছেন আরজি কর কাণ্ডে (RG Kar) প্রয়াত চিকিৎসক তরুণীর পরিবার। এখনও অনেক কিছুই সামনে আসেনি বলেই দাবি করেছেন তরুণীর বাবা মা। এমকি সিবিআই-এর তদন্তেও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। তদন্তে গতি না থাকারও অভিযোগ সামনে এসেছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/