নিউজ পোল ব্যুরো: বারাসতের (Barasat) অন্যতম বিখ্যাত বড় মা কালী মন্দিরে (Baro Maa Kali Temple) বৃহস্পতিবার এক ভয়ঙ্কর চুরির (Theft) ঘটনা ঘটেছে। গভীর রাতে এক দুষ্কৃতী মন্দিরে ঢুকে প্রণামী বাক্স (Donation Box) চুরি করে নিয়ে যায়। সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ্যে আসতেই ঘটনার রহস্য ফাঁস হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে এক ব্যক্তি মন্দিরে প্রবেশ করে। ফুটেজে দেখা গিয়েছে, তার গায়ে নীল জামা (Blue Shirt), পরনে বারমুডা (Bermuda) এবং মাথায় টুপি (Cap)। প্রথমে সে প্রণামী বাক্সটি সরানোর চেষ্টা করে। এরপর শিকল ভেঙে বাক্সটি খুলে নেয়। কিছুক্ষণ পর আবার ফিরে এসে বাক্সটি নিয়ে পাশের গলিতে পালিয়ে যায়।
আরও পড়ুন:- Barasat: সিকিম থেকে বাংলায় ফিরল যুবকের দেহ
শুক্রবার সকালে পুরোহিত (Priest) বিদ্যাধর সৎপতি (Bidyadhar Satpati) মন্দিরে এসে দেখেন, প্রণামী বাক্স উধাও। সঙ্গে সঙ্গে বিষয়টি জানাজানি হয়ে যায়। মন্দির চত্বরে ভক্তদের ভিড় জমে যায়। প্রণামী বাক্সে অনেক টাকা ছিল বলে জানান পুরোহিত। পরে পুলিশ (Police) এসে পাশের একটি জঙ্গল থেকে বাক্সটি উদ্ধার করে। বারাসত শহরে চুরির ঘটনা (Burglary) লেগেই রয়েছে। এবার মন্দিরেও চুরির ঘটনা (Barasat) ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষ পুলিশি নিরাপত্তা (Security) নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকের মতে, রাতের সময় মন্দির চত্বরের নিরাপত্তা আরও জোরদার করা দরকার। এখন দেখার, পুলিশ কত দ্রুত দুষ্কৃতীকে পাকড়াও করতে পারে। তবে এই ঘটনার পর বড় মা কালী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি উঠেছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
বারাসত (Barasat) শহরে চুরির ঘটনা (Burglary) দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষের বাড়িঘর, দোকানপাটের পর এবার মন্দিরেও চুরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীদের অভিযোগ, শহরে পুলিশি টহল বাড়ানো হলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না। রাতের দিকে অনেক এলাকায় যথেষ্ট নিরাপত্তা না থাকায় দুষ্কৃতীরা সহজেই চুরির সুযোগ পাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বড় মা কালী মন্দির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এখানে প্রতিদিন বহু মানুষের যাতায়াত রয়েছে। তাই মন্দিরের নিরাপত্তা (Security) আরও জোরদার করা উচিত। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দুষ্কৃতীকে দ্রুত গ্রেফতার করা হবে। এই চুরির ঘটনার পর মন্দির কমিটি নতুন নিরাপত্তা ব্যবস্থা (Security System) নেওয়ার কথা ভাবছে। মন্দিরে আরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া, রাতের দিকে নিরাপত্তারক্ষী নিয়োগের বিষয়টিও আলোচনায় রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT