Jadavpur: যাদবপুরে স্নাতকোত্তরের পড়ুয়াকে র‍্যাগিংয়ের অভিযোগ

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: ফের শিরোনামে যাদবপুর (Jadavpur University)। নেপথ্যে র‍্যাগিংয়ের অভিযোগ। ২০২৩ সালের নদীয়ার এক ছাত্রের মৃত্যুতে উত্তাল হয়েছিল কলকাতা সহ গোটা রাজ্য। ছাত্রদের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। সেই ঘটনা নিয়ে এখনও চর্চা হয়। তার মধ্যেই ফের একবার বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়ার বিরুদ্ধে উঠেছে পড়ুয়ার বিরুদ্ধে।

এই ঘটনা সামনে আসার পরেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই আসল ঘটনা জানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। র‍্যাগিং বিরোধী প্রচার করায় কারণে তাঁকে র‍্যাগ করা হয়েছে বলেই অভিযোগ করেছে স্নাতকোত্তরের পড়ুয়া। দলবল নিয়ে পড়ুয়াকে আটকে র‍্যাগিং করা হয় বলে অভিযোগ উঠেছে। সূত্রের দাবি খবর, ফিল্ম স্টাডিজ বিভাগের নির্যাতিত ছাত্র রেজিস্ট্রারে কোনও রকম ‘এন্ট্রি’ ছাড়াই ১৮ মার্চ বিকাল ৫টা নাগাদ মেন হস্টেলে যান। সেখানেই তাঁর বাদানুবাদ হয় ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রের সঙ্গে। এমনকি অভিযুক্ত ছাত্রকে ফেসবুকে একটি পোস্ট করতে বলা হয় বলে সূত্র দাবি করেছে। সেই নিয়েই বাকবিতণ্ডা শুরু হয় বলে খবর। । এই নিয়ে বাধে অশান্তি। এমনকি ছাত্রের পরিবারকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ Barasat: সিকিম থেকে বাংলায় ফিরল যুবকের দেহ

এই ঘটনা সামনে আসার পরেই ২০২৩ সালের যাদবপুরের (Jadavpur University) ঘটনা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের ‘এ’ ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল প্রথম বর্ষের এক ছাত্রের। যা নিয়ে ঝড় উঠেছিল। তার পর সম্প্রতি ওয়েবকুপা-র সেমিনারে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এক ছাত্র আহত হয়ে হাসাপাতলে ভর্তিও হন। তার পর ফের এই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT