Online Betting : তরুণ প্রজন্মকে বাঁচাতে একাধিক অনলাইন বেটিং সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

breakingnews দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: মানুষ এখন প্রযুক্তির দাস। হাতের মুঠোয় মুঠোফোন চলে আসায় সকলে এখন তাতেই ডুবে থাকে। আর এতেই বাড়ছে বিপত্তি। দেশের তরুণ প্রজন্মের মধ্যে অনলাইন গেমিংয়ের (Online Gaming) প্রবণতার পাশাপাশি বাড়ছে অনলাইন বেটিংয়ের (Online Betting) প্রতি আসক্তি। যা এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে দেশের কিশোর কিশোরীদের।

আরও পড়ুনঃ Asteroid: মহাজাগতিক দানব ধেয়ে আসছে পৃথিবীর দিকে

এবারে এই অনলাইন বেটিং (Online Betting) ঠেকাতেই সচেষ্ট হল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি লোকসভায় জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ১,২৯৮টি অনলাইন গ্যাম্বলিং ও বেটিং ওয়েবসাইট নিষিদ্ধ করেছে। কংগ্রেসের বিধায়ক এস জ্যোতিমণির প্রশ্নের জবাবে এই তথ্য সামনে এনেছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, তথ্য প্রযুক্তি আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে এই পরিষেবাগুলিকে।

গত ২০২৩ সালে মহাদেব গেমিং অ্যাপের দুর্নীতিতে তোলপাড় হয়েছিল গোটা দেশ। এই ঘটনার পর থেকেই অনলাইন বেটিং রুখতে মরিয়া কেন্দ্র। অনলাইন গেমিং বা অনলাইন বেটিংয়ের (Online Betting) খপ্পরে যারা পড়ছে, তাদের বেশিরভাগই অল্পবয়সী ছেলেমেয়ে। তারা যাতে আসক্ত না হয়ে পড়ে সেদিকে কেন্দ্রীয় সরকার খেয়াল রাখছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এর পাশাপাশি তিনি এও জানান যে ২০২১ সালে তথ্য প্রযুক্তি আইনে একটি নতুন ধারা আনা হয়েছে। সেখানে কী কী বিষয় গেমিং সংস্থাগুলির দায়িত্বের মধ্যে পড়ে তা বিশদে তুলে ধরা হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এতেই শেষ নয়। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানান যে গত ২০২৪ সালে বিভিন্ন সাইবার ক্রাইম নিয়ন্ত্রক এজেন্সির মাধ্যমে সন্দেহজনক হিসেবে ১,০৯৭টি ওয়েবসাইট নিষিদ্ধ ঘোষণা করে বন্ধ করা হয়েছে। এদিকে রিপোর্ট বলছে, এদেশে অনলাইন গেমিংয়ের বাজার মূল্য ৩১ হাজার কোটি টাকা। এমনকি মহাদেব গেমিং অ্যাপেই দিনে ২০০ কোটি পর্যন্ত লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে।