IPL 2025: বোধনেই ঘনাচ্ছে মেঘ? টিকিট যাচ্ছে কোথায়? কোহলি না শাহরুখ, কিং কে? শহর জুড়ে যেন ক্রিকেটের উৎসব

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮ তম সংস্করণ (IPL 2025)। প্রথম ম্যাচে ইডেনে (Eden Gardens) যুযুধান দুই প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। রয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান‌ও। সুরের মূর্ছনায় মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) এবং করণ আউজলা (Karan Aujla)। সঙ্গে থাকছেন মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) বায়োপিক খ্যাত অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani) এবং সবথেকে বড় চমক সঞ্চালকের ভূমিকায় থাকছেন বাদশা শাহরুখ খান (SRK)। খবর শুক্রবার রাতেই শহরে পা রাখতে চলেছেন কিং খান। কিন্তু এত আয়োজনে বাধ সাধতে পারেন বরুন দেব (Rain Forecast In Kolkata)।

আর‌ও পড়ুন: IPL 2025: বদলে যাচ্ছে যেসব নিয়ম

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় এবং কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত। বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে শহরের বেশ কিছু জায়গায়। শুক্রবার‌ও দিনভর আকাশ মেঘলা। হাওয়া অফিস সূত্রে খবর ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিঃমিঃ বেগে থাকবে হাওয়ার দাপট। ফলে শনিবারের মেগা উদ্বোধন (IPL 2025) এবং হাইভোল্টেজ ডুয়েলে কাবাব মে হাড্ডি হতে পারে বৃষ্টি।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (IMD) পূর্বাভাসে বলা হয়েছে, “একটি নিম্নচাপ মধ্য ওড়িশা থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার ফলে পূর্ব ও মধ্য ভারতে হাওয়ার গতি বৃদ্ধি পাবে এবং ২০-২৩ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রপাত এবং দমকা বাতাস সহ বিক্ষিপ্ত, হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।” বৃহস্পতিবার দুই দলের অনুশীলন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো মাঠ ঢেকে ফেললেন কর্মীরা। শুক্রবার‌ও খোলা হয়নি কভার। ইডেনের জল নিকাশি ব্যবস্থা যদিও সারা দেশের মধ্যে অন্যতম সেরা। কেকেআর বনাম আরসিবি ম্যাচের নির্ধারিত সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট। কিন্তু এইসময় ঝড়-বৃষ্টি হলে রাত ১২ টা পর্যন্ত অপেক্ষা করা হবে। অবশ্যই ওভার কমে আসবে সেক্ষেত্রে। তারপরেও ম্যাচ না হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে দুই দলের মধ্যে (IPL 2025)।

অন্যদিকে শুরুতেই টিকিট (IPL 2025) নিয়ে প্রশ্নের মুখে পড়ল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এবং কেকেআর। প্রথমত এবারে টিকিটের দাম বেড়েছে। দ্বিতীয়ত টিকিট বিক্রি শুরু হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে কোন এক অদৃশ্য বলে! সাধারণত আইপিএলের টিকিট বিক্রির দায়িত্ব থাকে ‘বুক মাই শো’, ‘পেটি‌এম’ দের মত তৃতীয় কোন সংস্থার হাতে। সরাসরি বোর্ড, আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং ফ্র্যাঞ্চাইজি এর সঙ্গে যুক্ত থাকে না‌। কিন্তু দাম নির্ধারণ করে ফ্র্যাঞ্চাইজি এবং বোর্ড‌ই। কেকেআর বনাম আরসিবি ম্যাচের নূন্যতম টিকিট মূল্য রাখা হয়েছিল ৯০০ টাকা। কিন্তু অভিযোগ ‘বুক মাই শো’ অ্যাপের টিকিট বিক্রি শুরু হতে না হতেই ৯০০ টাকার টিকিট ‘সোল্ড আউট’ দেখিয়ে দেওয়া হয়। মাত্র কয়েক সেকেন্ডে‌ই কি করে পঁয়ষট্টি হাজারি ইডেনের টিকিট শেষ হয়ে যেতে পারে তার কোন সদুত্তর নেই কারো কাছেই! তারপর থেকে শুধুমাত্র ৩৫০০, ৫০০০, ১০০০০ এবং আর‌ও বেশি দামের টিকিট। এই দুর্মূল্যের বাজারে সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে মাসের শেষে সাড়ে তিন হাজার টাকা (সঙ্গে দোসর জি‌এসটি) খরচা করে ম্যাচ দেখা বা ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠান দেখা কার্যত অসম্ভব ছিল। কিন্তু তারপরেও টিকিট শেষ।

এত টিকিট যাচ্ছে কোথায়? প্রশ্ন সেখানেই। টিকিট নিয়ে কালোবাজারি এখন নতুন কিছু নয়। কিন্তু এবারে যেন তা মাত্রা ছাড়িয়েছে। বঙ্গ ক্রিকেট সংস্থার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে বর্তমানে যে গোষ্ঠী ক্ষমতায় আছে তাদের পকেট নাকি ভরে উঠছে আর বাকিদের কপালে জুটছে ফুটো কড়ি! এর সঙ্গে ব্ল্যাকারদের দৌরাত্ম্য তো আছেই। ন্যায্যমূল্যে টিকিট কিনে চড়া দামে বিক্রি করছে তারা। আর সি‌এবির বর্তমান শাসকগোষ্ঠী বা তাদের ঘনিষ্ঠদের কাছে যেখানে টিকিটের ছড়াছড়ি সেখানে টিকিট পাচ্ছেন না বাংলার অনেক প্রাক্তন ক্রিকেটার‌ই। কেকেআর বলছে একবার টিকিট বেরিয়ে গেলে তাদের হাতে আর কিছু নেই। সি‌এবি‌ও বলছে তাদের হাতেও কিছু নেই। ‘বুক মাই শো’ -তো ধরাছোঁয়ার বাইরে। অন্য রাজ্যগুলিতেও কান পাতলেই কমবেশি এক‌ই খবর। অনেকে বলেন আইপিএল টাকার খেলা। কেউ আর‌ও বাড়িয়ে বলেন ‘জুয়ার’ খেলা। কিন্তু এই আইপিএল‌ই (IPL 2025) ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তা নিয়ে কোন দ্বিমত নেই। থাকতে পারে না। কিন্তু সেই আইপিএলের টিকিট বিক্রি ঘিরে যে ধরণের টাকার খেলা চলছে তার দিকে বিসিসিআই নজর দিচ্ছে কি আঠারো তম বছরে এসে?

এমনিতেই বিরাট কোহলিকে ঘিরে উন্মাদনা সীমা অতিক্রম করছে। ইডেনের বাইরে গেলে বোঝা দায় ঐতিহ্যশালী ক্রিকেটের নন্দন কানন আদতে ‘হোম অব নাইটস’ নাকি ‘হোম অব আরসিবি!’ অনুশীলনে ঢোকা এবং বেরোনোর সময় কোহলিকে ঘিরে যে হারে হর্ষোল্লাস হচ্ছে তাতে নাইটদের তাতাতে পারেন একমাত্র তাদের বাদশায়। ইডেন তুমি কার? এ প্রশ্নের জবাব বড়‌ই কঠিন। নির্দিষ্টভাবে হয়তো বলাও যাবে না। কিন্তু টিকিটের সমস্যা, ঠেলাঠেলি, গুঁতোগুঁতি, পুলিশের চমক-ধমক এতকিছু সহ্য করে যাও বা ৯০০ হোক বা ৩৫০০ বা ৫০০০ যাইহোক একটা টিকিট কপলে জুটেছে তা‌ও কি মাঠে মারা যাবে বরুন দেবতার ভ্রুকুটিতে? বোধনেই (IPL 2025) বেদনা? উত্তর শনিবার‌ই পাওয়া যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেল লিংক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT