Today Update Weather: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব! জানুন আবহাওয়ার আপডেট

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়ায় বড় পরিবর্তন (Today Update Weather) আসতে চলেছে। ঝড়-বৃষ্টি (Storm & Rain) এবং বজ্রবিদ্যুৎ-সহ প্রবল দমকা হাওয়ার (Strong Wind) পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন (IMD)। ইতিমধ্যেই শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (Weather) পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আকাশ ছিল মেঘাচ্ছন্ন (Cloudy Sky), সাথে বইছিল ঠান্ডা বাতাস। কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়ে গিয়েছে শুক্রবার। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অসমের (Assam) ওপর একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) সক্রিয় রয়েছে। পাশাপাশি, তেলেঙ্গানা (Telangana) থেকে ছত্তিসগড় (Chhattisgarh) হয়ে কর্নাটক (Karnataka) পর্যন্ত একটি অক্ষরেখা (Trough) বিস্তৃত। আরেকটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে কেরালা (Kerala) পর্যন্ত। একইসাথে, পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) প্রবেশ করেছে উত্তর-পশ্চিম ভারতের (Northwest India) পার্বত্য অঞ্চলে, যার প্রভাব পড়বে বাংলার (West Bengal) আবহাওয়ায়।

আরও পড়ুন:- Forecast Today: গ্রীষ্মের মাঝেই কালবৈশাখীর পূর্বাভাস

আজ, শনিবার, দক্ষিণবঙ্গের (Today Update Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, ঝাড়গ্রাম (Jhargram), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore), বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), পূর্ব বর্ধমান (East Burdwan), হুগলি (Hooghly) এবং হাওড়া (Howrah) জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Moderate Rain) হতে পারে। এছাড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় ভারী বৃষ্টি (Heavy Rain) এবং শিলাবৃষ্টির (Hailstorm) সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার (Wind Speed 50-60 km/h) পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে, রাজ্যের অন্যান্য জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া (Gusty Wind) বইতে পারে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়াও পরিবর্তনের মুখে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার উত্তরবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Light to Moderate Rain) হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বজ্রপাত (Lightning) এড়াতে খোলা জায়গায় না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের (Farmers) ক্ষেতের ফসল রক্ষার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, বিশেষ করে যেসব এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া পরিবর্তন (Today Update Weather) আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত মিলছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT