UPI number deactivation: ১লা এপ্রিল থেকে কিছু UPI নম্বর বন্ধ! সতর্ক থাকুন!

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: ডিজিটাল লেনদেন (Digital Transaction) এখন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনলাইন পেমেন্ট (Online Payment) ব্যবস্থার সহজলভ্যতার কারণে নগদ লেনদেন (Cash Transaction) ক্রমশ কমছে। তবে, যারা UPI (Unified Payments Interface) ব্যবহার করেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে, ১লা এপ্রিল থেকে কিছু নির্দিষ্ট নম্বরে UPI পরিষেবা বন্ধ করা (UPI Number Deactivation) হবে। মূলত, ইনঅ্যাকটিভ (Inactive) এবং দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়নি এমন নম্বরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:- Asteroid: মহাজাগতিক দানব ধেয়ে আসছে পৃথিবীর দিকে

অনেক ক্ষেত্রে, একটি মোবাইল নম্বর বন্ধ হয়ে গেলেও তাতে যুক্ত থাকা UPI ID সচল থাকে। ফলে, পুরোনো নম্বরের মালিক বদল হলেও আগের ব্যবহারকারী সেই UPI ID ব্যবহার করতে পারেন। আবার, কিছু নম্বর দীর্ঘদিন ধরে রিচার্জ না হওয়ার কারণে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এই ধরনের নম্বর সাইবার অপরাধীদের (Cyber Fraud) জন্য সহজ টার্গেট। এই নিরাপত্তা ঝুঁকি কমাতেই বেশ কিছু ইনঅ্যাকটিভ নম্বরে UPI লেনদেন নিষিদ্ধ (UPI Number deactivation) করা হবে। যদি আপনার নম্বর দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকে, তাহলে সেটিও এই তালিকায় থাকতে পারে। NPCI-এর সিদ্ধান্তের পাশাপাশি, অনলাইন নিরাপত্তা জোরদার করতে অন্যান্য প্ল্যাটফর্মও কঠোর ব্যবস্থা নিচ্ছে। চলতি বছরের প্রথম মাসেই প্রায় ৯৯.৬৭ লাখ ভারতীয় অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে ১৩.২৭ লাখ অ্যাকাউন্ট সরাসরি কোনও রিপোর্ট ছাড়াই নিষিদ্ধ করা হয়েছে, শুধুমাত্র স্বয়ংক্রিয় পর্যবেক্ষণের (Automated Monitoring) মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপ চিহ্নিত করে। এর আগেও, ডিসেম্বর মাসে ১,৭০০ স্কাইপ (Skype) আইডি এবং ৫৯,০০০ হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

আপনার WhatsApp বা অন্য ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট যাতে ব্লক (UPI Number Deactivation) না হয়, সেজন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি— একসঙ্গে অনেক মেসেজ ফরওয়ার্ড (Spam Forwarding) করা। ভুল তথ্য বা ভুয়ো খবর ছড়ানো (Fake News) অবৈধ কার্যকলাপে জড়িত থাকা (Illegal Activities) অন্যকে হয়রানি করা বা অবমাননাকর বার্তা পাঠানো। (Harassment & Abusive Messages) ভারতীয় আইন অনুসারে, সন্দেহজনক কার্যকলাপে যুক্ত অ্যাকাউন্টগুলো ব্লক করা হবে। ফলে, আপনাকেও সতর্ক থাকতে হবে যেন কোনও নিয়মভঙ্গ না হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

UPI ব্যবহারকারীদের করণীয় কী?

আপনার মোবাইল নম্বর যদি দীর্ঘদিন ব্যবহার না হয়ে থাকে, তবে নতুন নম্বর UPI অ্যাকাউন্টের সঙ্গে আপডেট করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সঙ্গে যুক্ত নম্বরটি সচল আছে কিনা, তা নিশ্চিত করুন। অনলাইন প্রতারণা (Online Fraud) থেকে বাঁচতে অপরিচিত লেনদেন বা সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলুন। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন!