নিউজ পোল ব্যুরো: বেনারস হিন্দু ইউনিভার্সিটি (BHU) জুনিয়র ক্লার্ক (Junior Clerk) পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৯৯ টি পদ পূরণের লক্ষ্য নেওয়া হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা BHU-এর অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) bhu.ac.in-এ গিয়ে অনলাইনে (Online) আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ এপ্রিল, ২০২৫।
আরও পড়ুন:Balurghat News: নারীদের নিয়ে বিশেষ সেমিনার বালুরঘাটে
BHU Recruitment 2025: প্রয়োজনীয় যোগ্যতা
প্রার্থীদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হলো একটি প্রত্যয়িত প্রতিষ্ঠান থেকে অফিস অটোমেশন, বুককিপিং, এবং ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। বিকল্পভাবে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) কর্তৃক স্বীকৃত কম্পিউটার টাইপিং টেস্টের (Computer Typing Test) মাধ্যমে স্নাতক ডিগ্রি প্রাপ্ত প্রার্থীদের জন্য কম্পিউটার ডিপ্লোমা (Diploma) গ্রহণযোগ্য।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের একটি কম্পিউটার টাইপিং পরীক্ষা (Computer Typing Test) দিতে হবে, যার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রার্থীদের টাইপিং গতি নির্ধারণ করা হবে: ইংরেজি ভাষায় প্রতি মিনিটে ৩০ শব্দ এবং হিন্দি ভাষায় প্রতি মিনিটে ২৫ শব্দ।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
BHU Recruitment 2025: আবেদন প্রক্রিয়া
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে (Online) হবে। আবেদনকারীদের প্রথমে BHU-এর নিয়োগ এবং মূল্যায়ন সেল পোর্টালে নিবন্ধন করতে হবে, এরপর নির্ধারিত ইলেকট্রনিক আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফর্মের সঙ্গে একটি ডিজিটাল পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, যা ৫জি আকারে হওয়া উচিত। আবেদন ফর্ম জমা দেওয়ার পর তার হার্ড কপি সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
BHU Recruitment 2025: আবেদন ফি
আবেদন ফি হলো ৫০০ টাকা, যা UR, EWS এবং OBC প্রার্থীদের জন্য প্রযোজ্য। তবে SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফি পরিশোধ করা যাবে ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI এর মাধ্যমে অনলাইনে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এছাড়া, আবেদনকারীদের সকল দিক পূর্ণ করে এবং প্রয়োজনীয় দস্তাবেজ আপলোড করার পর আবেদনটি সম্পূর্ণ করতে হবে।