Jhargram Rain: ঝাড়গ্রামে অবশেষে বৃষ্টি, স্বস্তি মিলল শহরবাসীর

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত ছিল ঝাড়গ্রাম (Jhargram) জেলাবাসী। চাষের জমিতে দেখা দিয়েছিল জলসংকট। মাথায় হাত পড়েছিল কৃষকদের। তবে দু’দিনের টানা বৃষ্টিতে (Jhargram Rain) ফিরল স্বস্তি। উপকৃত হলেন চাষিরা। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছিল। অস্বস্তিকর আর্দ্রতা, প্রচণ্ড তাপপ্রবাহে (Heatwave) নাজেহাল ছিল ঝাড়গ্রামবাসী। দুপুরের পর বাইরে বের হওয়া ছিল দুষ্কর। তবে শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে।

আরও পড়ুন:- Road Accident: ফের ভয়াবহ দুর্ঘটনা, মৃত যুবক

শুধু সাধারণ মানুষ নন, কৃষকরাও চরম সমস্যায় পড়েছিলেন। প্রচণ্ড গরমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। জলসঙ্কট তৈরি হয়েছিল চাষের জমিতে। ধান চাষ হোক বা সবজি চাষ— চাষিদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। কৃষি দফতরের (Agriculture Department) পক্ষ থেকেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে, দ্রুত যদি বৃষ্টি না হয়, তাহলে ফসলের ক্ষতি হতে পারে। শুক্রবার দুপুরের পর থেকেই আকাশের চেহারা বদলাতে শুরু করে। বিকেলের দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া (Strong Wind)। তার কিছুক্ষণ পরই নামে স্বস্তির বৃষ্টি (Jhargram Rain)। সারারাত ধরে বৃষ্টি চলে। শনিবার সকালেও সেই বৃষ্টিপাত অব্যাহত থাকে। ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহলে (Jangalmahal) চলে এই স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টির ফলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন কৃষকরা। ধান, সবজি ও ফল চাষের জন্য প্রয়োজনীয় জল পেয়ে গিয়েছেন তারা। কৃষি দফতরের মতে, এই বৃষ্টির ফলে ফসলের ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যাবে। দীর্ঘদিনের খরার পরিস্থিতি কাটিয়ে ওঠা যাবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

শুধু কৃষক নয়, এই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন ঝাড়গ্রামের সাধারণ মানুষও। তীব্র গরমের পর টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা (Jhargram Rain) কমেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণও কিছুটা কমেছে। ফলে গরমের দাপট সাময়িকভাবে কমেছে। তবে আবহাওয়া দপ্তর (Meteorological Department) জানিয়েছে, এই স্বস্তি বেশি দিন স্থায়ী নাও হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert) জারি রয়েছে। বৃষ্টির পর আবারও গরম ফিরে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT