নিউজ পোল ব্যুরো: দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে ঝকঝকে এবং আধুনিক মানের পরিষেবা প্রদানকারী বন্দে ভারত (Vande Bharat) ট্রেনটি। এর উন্নত সুযোগ-সুবিধা (Opportunity) এবং স্বাচ্ছন্দ্যের (Comfort) জন্য ভারতীয়রা এই ট্রেনের প্রশংসা করে থাকেন। তবে একে প্রিমিয়াম ট্রেন (Premium Train) হিসেবে পরিচিত হওয়ায় এর ভাড়া অনেক বেশি, যা জনসাধারণের কাছে ভারী হয়ে ওঠে। ফলে অনেক যাত্রী এই ট্রেনে চড়ার ইচ্ছে থাকলেও চড়তে পারছেন না।
বর্তমানে দেশব্যাপী বন্দে ভারতের (Vende Bharat) সংখ্যা বাড়ানো হয়েছে এবং যাত্রী সংখ্যাও বেশ বেড়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, এই ট্রেনের ভাড়া (Train Fare) কমানো হবে কিনা? সম্প্রতি, অসমের ধুবড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন সংসদে রেলমন্ত্রীকে এই প্রশ্ন করেছিলেন, “সরকার কি বন্দে ভারতের ভাড়া কমানোর কথা ভাবছে, যাতে নিম্ন আয়ের মানুষও এই পরিষেবার সুবিধা নিতে পারেন?”
আরও পড়ুন:Cell-Gene Therapy: চিকিৎসার ভবিষ্যৎ বদলাবে এবার ভারত বায়োটেকের প্রযুক্তি
এ বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানান, ট্রেনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়। এগুলির মধ্যে ট্রেনের পরিচালনার খরচ, যাত্রী সংখ্যা এবং আর্থ-সামাজিক অবস্থান অন্যতম। তিনি আরও বলেন, “বন্দে ভারত (Vande Bharat) ট্রেনের ভাড়া নির্ধারণ এবং সংশোধন একটি চলমান প্রক্রিয়া,” অর্থাৎ ভাড়া কমানোর বিষয়টি সব দিক বিবেচনা করেই পরিবর্তিত হতে পারে।
রেলমন্ত্রী জানান, সরকার সস্তায় ভ্রমণের জন্য অমৃত ভারত (Amrit Bharat Train) ট্রেন চালু করছে। এই ট্রেনগুলো সম্পূর্ণ নন-এসি এবং এর মধ্যে ১২টি স্লিপার ক্লাস ও ৮টি সাধারণ ক্লাস কোচ রয়েছে। এই ট্রেনগুলির উদ্দেশ্য হলো, কম ভাড়ায় নিম্ন আয়ের মানুষদের জন্য উন্নতমানের ভ্রমণের সুবিধা প্রদান। সেগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা যেমন স্লাইডিং জানালা এবং ফোল্ডিং টেবিলও রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
তিনি আরও জানান, ভারতের ৩৫০ কিলোমিটার ভ্রমণের জন্য জেনারেল ক্লাসের টিকিটের দাম ১২১ টাকা, যেখানে পাকিস্তানে একই দূরত্বের জন্য খরচ হয় ৪০০ টাকা এবং শ্রীলঙ্কায় ৪১৩ টাকা।