Visva-Bharati Campus: বিশ্বভারতী আশ্রমে পর্যটকদের প্রবেশের নতুন নিয়ম!

জেলা রাজ্য শিক্ষা সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন পর সাধারণ মানুষের জন্য বিশ্বভারতী ক্যাম্পাস (Visva-Bharati Campus) খুলে দেওয়ার কথা জানানো হলেও এই মুহুর্তেই পর্যটকদের জন্য খোলা হচ্ছে না বিশ্বভারতী ক্যাম্পাস (Visva Bharati Campus)। এই সিদ্ধান্তের (Decision) পেছনে রয়েছে একাধিক কারণ। সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ (World Heritage) হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বভারতী। এছাড়াও বিষয়টি পর্যটন শিল্প, নিরাপত্তা ব্যবস্থা ও ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে যুক্ত। যদিও বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তবে বিশ্বভারতী কর্তৃপক্ষের (Visva-Bharati Authority)পক্ষ থেকে জানানো হয়েছে যে পরবর্তীকালে পর্যটকদের জন্য ক্যাম্পাস (Campus) উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে সেজন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি ও পরিকল্পনা প্রয়োজন।

আরও পড়ুন:Visva-Bharati Ashram: দীর্ঘ ৫ বছর পর খুলল বিশ্বভারতীর দরজা, সিদ্ধান্ত নতুন উপাচার্যের

বিশ্বভারতী আশ্রম এলাকায় পর্যটকদের প্রবেশের বিষয়েও কিছু নিয়মাবলী রয়েছে। বর্তমানে আশ্রম (Visva-Bharati Campus) এলাকা পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে না, তবে যারা এই স্থানে ভ্রমণ করতে চান তাদের অন্তত দুই সপ্তাহ আগে জনসংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। মেইলের মাধ্যমে অনুমতি প্রাপ্তির পর তারা আশ্রম এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে, এই মুহূর্তে সেখানে জনসমাগম বন্ধ রাখা হয়েছে এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিশ্বভারতী কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে আশ্রম এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়া হলে সেখানে একাধিক নিয়মাবলী এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যকরী করা হবে। বিশ্বভারতী একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান, যেখানে মহাত্মা গান্ধী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, তাই এখানে পর্যটকদের আসা-যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে পর্যটকদের জন্য ক্যাম্পাস এবং আশ্রম এলাকা খোলার বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে এবং পরবর্তী সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর পর সর্বসাধারণের জন্য পুনরায় বিশ্ব ভারতী আশ্রমের (Visva-Bharati Ashram) দরজা খুলে যাওয়ায় খুশি হয়েছিল পর্যটকরা। ২০১৯ সালের পর থেকে এই জায়গাটি সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) নবনিযুক্ত উপাচার্য প্রবীরকুমার ঘোষ (Probir Kumar Ghosh) এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন যে, আশ্রমের (Ashram) প্রাঙ্গণ আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। কিন্তু একাধিক দিক বিচার বিবেচনা করার পরে বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।