Body Recovered: ফের জঙ্গল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের দেহ উদ্ধারের ঘটনা। এবার ঝাড়গ্রামে গোপীবল্লভপুর থানা এলাকায় বাংলা ও উড়িষ্যার সীমান্ত লাগোয়া হাতিমাড়ার জঙ্গল থেকে অজ্ঞাত পরিচিত এক মহিলার মৃতদেহ উদ্ধার (Body Recovered) করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুরে চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার সকালে গোপীবল্লভপুর থানা এলাকার হাতিমাড়ার জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃতদেহ উদ্ধার করে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। দেহ দেখার পরেই খবর দেওয়া হয় গোপীবল্লভপুর থানার। পুলিশ এসে দেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা শনিবার সকালে জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে ওই মহিলার পচা গলা মৃতদেহ দেখতে পায়। চাঞ্চল্যকর ঘটনা দেখেই আতঙ্কিত মানুষজন গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসনকে খবর দেয়। খবর পেয়েই গোপীবল্লভপুর থানার আই.সি কার্তিক চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যে মৃতদেহ চিহ্নিত করতে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোথা থেকে এলো এই মৃতদেহ তা নিয়ে উঠছে নানা প্রশ্ন? জঙ্গলে গিয়ে মৃত্যু হয়েছে নাকি ধর্ষণের পর খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ Gangarampur: কিশোরের মর্মান্তিক পরিণতি, ৫২ ঘণ্টা প্রচেষ্টায় দেহ উদ্ধার

উল্লেখ্য, দুই দিন আগেই ঝাড়গ্রামের (Jhargram) বিনপুর থানার অন্তর্গত দিগল পাহাড়ির জঙ্গল (forest) থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার দেহ (Body Recovered) । বৃহস্পতিবার সকালে এক ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। যদিও মহিলা অপরিচিত নয় বলেই জানা গিয়েছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা জায় , জঙ্গল থেকে উদ্ধার করা হয় স্থানীয় এক ভবঘুরে মহিলার দেহ। বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায় বিনপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ভবঘুরে মহিলা বিনপুর থানা এলাকায় থাকা বিভিন্ন খাবারের দোকান থেকে খাবার খেয়ে জীবনযাপন করতেন। গত ৩-৪ দিন ধরে ওই ভবঘুরে মহিলাকে আর দেখতে পাওয়া যায়নি বলেই জানান স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা জঙ্গলে কাঠপাতা সংগ্ৰহ করতে গিয়ে দেখতে পান ওই ভবঘুরে মহিলার মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশে। বিনপুর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি শুরু করেছে তদন্ত। কি কারনে এই মৃত্যু তা খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে। দেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দেয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/