নিউজ পোল ব্যুরো: হোটেল রুমের (Hotel Room) জানালা কেন বন্ধ থাকে? কখনও কি আপনি এই ব্যাপারটি ভেবে দেখেছেন? অধিকাংশ মানুষই জানেন না এই রহস্যের (Mystery) পেছনে একটি গুরুতর কারণ রয়েছে। যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বেশিরভাগ হোটেল রুমের (Hotel Room) জানালা বন্ধ রাখা হয় এবং অনেক সময় অতিথিরা সেগুলো খোলারও সুযোগ পান না। যদিও কিছু হোটেলের রুমে (Hotel Room) বারান্দা থাকে যেগুলো খোলা যায়, তবে বেশিরভাগ উচ্চতর হোটেল রুমের জানালা সিল করা থাকে। এর পেছনে আসল কারণটি বেশ চাঞ্চল্যকর।
আরও পড়ুন:Hug: আলিঙ্গনে বিষণ্ণতা দূর, ইনকাম ৭ হাজার
বিশেষজ্ঞদের মতে, হোটেল রুমের জানালা বন্ধ রাখার মূল কারণ নিরাপত্তা। অনেক সময় দেখা যায়, আত্মহত্যার (Suicide) চেষ্টা করার জন্য কেউ হোটেল রুমে উঠেন তারপর জানালা দিয়ে লাফিয়ে পড়েন। একাধিক গবেষণার (Research) মাধ্যমে জানা গেছে, বিশেষ করে আমেরিকার (America) লাস ভেগাসের মতো জায়গায় হোটেল রুমে আত্মহত্যার হার অনেক বেশি। ২০০৮ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, মদ্যপান করে কেউ ভুলবশত জানালা থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এমনকি শিশুদের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
১৯৪৫ সালে এক ব্যক্তি হোটেলের বিরুদ্ধে মামলা করেছিলেন কারণ একটি চেয়ারের টুকরা হোটেলের জানালা থেকে পড়ে তার উপর আছড়ে পড়ে। ২০১৫ সালে লস অ্যাঞ্জেলেসে এক মহিলা ১১ তলার জানালা থেকে লাফিয়ে পড়ে একজন পুরুষের ওপর পড়েন, যার ফলে আরও একটি দুর্ঘটনা ঘটে।
এছাড়া হোটেল মালিকরা জানালা বন্ধ রাখেন কারণ এর ফলে রুমের তাপমাত্রা (Room Temperature) স্থির থাকে। বিদ্যুৎ বিলেরও নিয়ন্ত্রণ থাকে। জানালা খোলার ফলে তাপমাত্রায় পরিবর্তন হতে পারে যা বিদ্যুৎ খরচ বাড়াতে পারে। এছাড়াও, জানালা খোলার ফলে বাইরে থেকে পোকামাকড় এবং অন্যান্য জীবাণু রুমে ঢুকে পড়ার আশঙ্কা থাকে যা স্বাস্থ্যগত সমস্যাও সৃষ্টি করতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
সব মিলিয়ে, হোটেল মালিকরা নিরাপত্তা, আর্থিক এবং স্বাস্থ্যগত কারণে তাদের রুমের জানালা বন্ধ রাখেন, যা অতিথিদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।